ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান

সাঘাটায় দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশের রাবার বুলেট

প্রকাশিত: ০৩:৫৪, ১৮ মার্চ ২০১৭

সাঘাটায় দুই গ্রুপের  সংঘর্ষ ॥ পুলিশের রাবার বুলেট

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ মার্চ ॥ সাঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা আ.লীগ সভাপতি ও যুবলীগ সাধারণ সম্পাদকসহ অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া। স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু মূরালে ফুল দিতে গেলে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফুল দেয়ার জন্য মিছিল নিয়ে সমবেত হন। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীর মধ্যে বাগ্বিত-া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। তারা রামদা ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে বোনারপাড়া রেল স্টেশন এলাকা ও বাজার এলাকায় দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়ারেছ প্রধান, সাধারণ সম্পাদক এ্যাড. ছামছুল আরেফিন টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, ছাত্রলীগের সহ-সভাপতি মুশফিকুর রহমান সুজন ও যুবলীগ নেতা মোজাহার আলী আহত হন।
×