ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপার জামায়াত আমির

বাউফলে এক মাদ্রাসায় শিশু দিবস পালন হয়নি

প্রকাশিত: ০৩:৫৩, ১৮ মার্চ ২০১৭

বাউফলে এক মাদ্রাসায় শিশু দিবস পালন হয়নি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ মার্চ ॥ বাউফলের দাশপাড়া চরআলগী দাখিল মাদ্রাসার সুপার জামায়াতের আমির হওয়ায় ওই মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। এই দিনটিকে সরকার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য নির্দেশনাও দিয়েছে। কিন্তু ওই নির্দেশনা উপেক্ষা করে দাশপাড়া ইউনিয়নের চরআলগী দাখিল মাদ্রাসার সুপার ও দাসপাড়া ইউনিয়ন জামায়াত আমির মাওলানা মোহম্মদ মুসা এই দিবসটি উদযাপন করেননি। এলাকার লাল মিয়া নামে এক অভিভাবক জানান, ওইদিন মাদ্রাসায় কোন অনুষ্ঠান পালিত হয়নি। যে কারণে ওইদিন তার ছেলে তামিম খান মাদ্রাসায় যায়নি। মাদ্রাসার সুপার ইউনিয়ন জামায়াতের আমির হওয়ায় তিনি এই জাতীয় দিবসটি অবজ্ঞা করেছেন। ওই সুপারের বিরুদ্ধে মাদ্রায় বিভিন্ন অনুষ্ঠানের নামে ছাত্রশিবিরের প্রশিক্ষিত নেতাদের দিয়ে শিক্ষার্থীদের শিবির আদর্শে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মুসা বলেন, আমরা শিক্ষক শিক্ষার্থী নিয়ে দিবসটি পালন করেছি। তবে সরেজমিন ওই মাদ্রাসায় গিয়ে দিবসটি পালনের কোন প্রমাণ পাওয়া যায়নি এবং এলাকার লোকজন ওই মাদ্রাসায় এ দিবসটি পালন করতে দেখেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্থানীয় সাংবাদিকদের বলেন, আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দিয়ে অবহিত করেছি। তার পড়েও কেন হলো না আমি জেনে ব্যবস্থা নিচ্ছি।
×