ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদাম তুসোয় শ্রেয়া ঘোষাল

প্রকাশিত: ০৩:৩০, ১৮ মার্চ ২০১৭

মাদাম তুসোয় শ্রেয়া ঘোষাল

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের প্রথম মাদাম তুসো জাদুঘরে স্থাপন করা হচ্ছে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের মোমের ভাস্কর্য। চলতি বছর জুন মাসে উদ্বোধনের অপেক্ষায় থাকা এই জাদুঘরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভ বচ্চন এবং মার্কিন পপতারকা লেডি গাগার পাশে শ্রেয়ার মূর্তি শোভা পাবে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত শ্রেয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, মাদাম তুসোয় ইতিহাসের অংশ হতে পেরে আমি খুব খুশি। এতসব প্রতিভাবান তারকা, শিল্পী, ঐতিহাসিকদের পাশে আমি থাকতে পেরে গর্ব বোধ করছি। এ প্রসঙ্গে মার্লিন এন্টারটেইনমেন্ট ইন্ডিয়ার প্রধান ব্যবস্থাপক আনসুল জৈন বলেন, দিল্লীর জাদুঘরে শ্রেয়ার ভাস্কর্য স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তার ভাস্কর্য যোগ করার জন্য আমাদের কাছে অনেক অনুরোধ এসেছে। আমরা আনন্দিত যে, তার ভক্তদের জন্য এই ভাস্কর্য আমরা রাখতে পারছি। প্রসঙ্গত, ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘সা রে গা মা’ জয়ের মাধ্যমে ১৬ বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ করেন বাঙালী পরিবারের মেয়ে শ্রেয়া ঘোষাল। সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লেব্যাকে অভিষেক ঘটে তার। গানের জন্য এ পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। ভারতে নিজেদের ২৩তম শাখা খুলতে যাচ্ছে মাদাম তুসো। এতে ভারতের ইতিহাস, ক্রীড়া, সঙ্গীত, চলচ্চিত্র এবং টিভির ৫০ জন বিখ্যাত ব্যক্তির মোমের ভাস্কর্য প্রদর্শন করা হবে।
×