ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত ফাতেমা আলীর চিকিৎসা সহায়তায় ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:২৮, ১৮ মার্চ ২০১৭

ক্যান্সার আক্রান্ত ফাতেমা আলীর চিকিৎসা সহায়তায় ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ‘মা’ বাঁচলে- একটি পরিবার বাঁচবে! তাই ক্যান্সার আক্রান্ত তিন সন্তানের মা ফাতেমা আলীর (৫০) চিকিৎসা সহয়াতায় নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে নাটকের দল নাটুকে ও তাদের শাখা সংগঠন থিয়েটারক্যানফান্ড। আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায়, ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চায়ন করতে যাচ্ছে নাটুকের জনপ্রিয় কমেডি প্রযোজনা ‘বিয়ে বিড়ম্বনা’। বিশ্বখ্যাত নাট্যকার মলিয়ের রচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশ রূপান্তরিত ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাটুকে প্রধান আল নোমান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেনÑ আল নোমান, আহসান, মনি, শ্যামল, শিমুল, শহীদুল্লাহ, জান্নাত, মুরাদ, আল আমিন, আশু বাবু, পপ্লব ও খোকন। আলোক নিয়ন্ত্রণে কবির হান্নান। নাটকের কাহিনীতে দেখা যাবে সারাজীবন অক্লান্ত পরিশ্রম করা নব্য ধনী, ষাটোর্ধ বোমকেশ চক্রবর্তী এই বয়সে এসে বিয়ে করার সাধ হয়েছে। পাত্রী হিসেবে বেঁচে নিয়েছে অর্থনৈতিকভাবে ক্ষয়িষ্ণু সম্ভ্রান্ত ভট্ট বংশের ষোড়শী সুন্দরী কেঁতকি ভট্টকে। বিয়ের কথা চূড়ান্ত হলে বোমকেশ বুঝতে পারে যে সে গ্যাঁড়াকলে পড়ে গেছে। পরিত্রাণের পরামর্শের জন্যে প্রতিবেশী বিখ্যাত দার্শনিক ও ধর্মগুরুদের দ্বারস্থ হলে তারা পরামর্শ দেয়ার পরিবর্তে তাকে উন্মাদ বানিয়ে ছেড়ে দেয়। এ রকম নানা মজার ঘটনার মাধ্যমে ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকের গল্প এগিয়ে চলে। এ প্রসঙ্গে নাটুকে প্রধান আল নোমান বলেন আমরা নাটুকে ও আমাদের শাখা সংগঠন থিয়েটারক্যানফান্ড তাদের প্রায় প্রতিটি নাটক মঞ্চায়নে সংগৃহীত অর্থ কোন না কোন ক্যান্সার, ব্রেন টিউমার, কিডনি ড্যামেজেসের মতো ব্যয়বহুল রোগে আক্রান্তদের চিকিৎসা সাহায্যার্থে প্রদান করে থাকি। এবারও যথারীতি মঞ্চায়ন শেষে সংগৃহীত অর্থ ফাতেমা আলীর অভিভাবক এর হাতে হস্তান্তর করা হবে।
×