ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় অনিশ্চয়তার মুখোমুখি নারী শ্রমিকরা

প্রকাশিত: ০৩:২৫, ১৮ মার্চ ২০১৭

মালয়েশিয়ায় অনিশ্চয়তার  মুখোমুখি নারী  শ্রমিকরা

লি ন্যাং নামে ২৫ বছর বয়সী এক তরুণী মালয়েশিয়ায় যান কাজের খোঁজে। পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম থেকে তিনি সেখানে গেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম গত মাসের ১৩ তারিখ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যজনকভাবে মারা যাওয়ার ঘটনায় দেশটিতে কাজ করতে আসা বিদেশী নারী শ্রমিকদের অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করিয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুজন অভিবাসী নারী শ্রমিক আটক হয়েছে। তারা এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। মালয়েশিয়ায় প্রয়োজনীয় কাগজপত্রহীন নারী শ্রমিকদের দিকে এখন কর্তৃপক্ষের দৃষ্টি নিবদ্ধ হয়েছে। লির মতো ভ্রমণ কাগজপত্রহীন শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। ইতোমধ্যে তাদের অস্তিত্ব আরও সঙ্কটাপন্ন হয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ন্যামের সামনে দুই নারী কথা বলছে এবং একটি কাপড় দিয়ে তার মুখ চেপে ধরে। এই দুই নারী হচ্ছেÑ ইন্দোনেশীয় সিতি আইসিয়াহ (২৫) ও ভিয়েতনামী দোয়ান থি হুয়ং (২৮)। এই হত্যায় যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের মৃত্যুদ- দেয়া হবে। দক্ষিণ কোরিয়া বলেছে, জং উনের নির্দেশে তার সৎ ভাইকে হত্যা করা হয়। ন্যাম কয়েক বছর দেশের বাইরে ছিলেন। কিন্তু উভয় নারী তাদের দেশের কূটনীতিকদের বলেছেন, তারা একটি টিভি কৌতুক শো-তে অংশগ্রহণ করার জন্য এই কাজটি করেছেন। কিন্তু মালয়েশীয় পুলিশ তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। অনেক অভিবাসী আনুষ্ঠানিক শ্রম চুক্তির মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি দেয়। কিন্তু একই সময়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আরও হাজার হাজার মানুষ সুবিধা নেয়ার জন্য কাজ করার অনুমতি পায়। তারা ক্লিনার, ওয়েট্রেসে, পার্লার ও পতিতার কাজ করে। তারা একটি অস্পষ্ট নিয়মের ঘেরাটোপে আটকা। পুলিশ তাদের শোষণ ও হয়রানি করছে। তাদের কাছ থেকে ঘুষ নেয়ার জন্য খুঁজছে। ২৫ বছর বয়সী ভিয়েতনামী পতিতা লি কাজের জন্য প্রস্তুত। এটা হো চি মিন সিটিতে তার বোনের সঙ্গে মোবাইলে তথ্যবিনিময় করেন।-ইয়াহু নিউজ
×