ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর বিদ্রোহী এলাকার গ্রামে অজ্ঞাত যুদ্ধবিমানের বোমা, নিহত ৪২ আহত শতাধিক

সিরিয়ার মসজিদে বিমান হামলা

প্রকাশিত: ০৩:২৪, ১৮ মার্চ ২০১৭

সিরিয়ার মসজিদে বিমান হামলা

সিরিয়ায় মসজিদে বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত এবং শতাধিক মুসল্লি আহত হয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশের আল জিনেহ গ্রামে বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায়কালে এই বিমান হামলা চালানো হয়। এ সময় গ্রামের এই মসজিদে প্রায় তিন ’শ মুসল্লি নামাজ আদায় করছিলেন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। খবর বিবিসি, এএফপি, গার্ডিয়ান, আল জাজিরার। কারা বিমান হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়া ও সিরিয়ার সরকারী বাহিনী ওই এলাকায় নিয়মিত বিমান হামলা চালিয়ে থাকে। আবার মার্কিন নেতৃত্বাধীন জোটও ওই এলাকায় বিমান হামলা চালায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গ্রামের মসজিদে বৃহস্পতিবারের বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত এবং বহু মুসল্লি আহত হয়েছেন। ব্রিটেনভিত্তিক সংস্থাটির রামি আবদেল রহমান জানান, মাগরিবের নামাজের সময় আলেপ্পোর একটি মসজিদে অজ্ঞাত যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে ৪২ জন নিহত হন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তিনি জানান, ওই হামলায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এছাড়া বহু লোক এখনও মসজিদটির ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়ে আছে। আলেপ্পো থেকে ঠিক ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল জিনেহ গ্রামটি বিদ্রোহী ও ইসলামী গ্রুপসমূহ নিয়ন্ত্রণ করত। যুক্তরাষ্ট্র মসজিদটিতে বিমান হামলা চালিয়েছে। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে এ বিষয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। সেন্টকম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন বাহিনী ইদলিব প্রদেশে আল কায়েদা লক্ষ্যস্থলের ওপর হামলা চালিয়েছে। এতে ‘বেশ কয়েকজন’ ‘সন্ত্রাসী’ নিহত হয়। তবে এ বিষয়ে বার বার গার্ডিয়ানের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়ার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেনি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মসজিদে হামলার স্থানে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ সরাতে হিমশিম খাচ্ছে। এখনও বহু লোক ওই স্থানে নিখোঁজ রয়েছে। আবু মুহাম্মদ নামে এক গ্রামবাসী এএফপিকে বলেন, মসজিদে হামলার সময় তিনি একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। মাগরিবের নামাজের ঠিক পরেই বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষের মধ্যে ১৫টি লাশ এবং বহু দেহাবশেষ দেখেছি। অনেকের দেহই চেনা যাচ্ছিল না। ঘটনাস্থলে এএফপির এক সাংবাদিক জানান, উদ্ধারকারীরা প্রথমে ধ্বংসস্তূপ ছেড়ে চলে যান। পরে ধ্বংসাবশেষের মধ্যে আহত মানুষের গোঙানি শুনে তারা আবার ফিরে আসে। আলেপ্পোর সংবাদ প্রদর্শনকারী অনলাইন মিডিয়া গ্রুপ হালাব শুক্রবার, ধ্বংসস্তূপের ছবি দেখায়Ñ সেখানে মসজিদটি দাঁড়িয়েছিল। ছয় বছর আগে সিরিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে ৩ লাখ ২০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। ডিসেম্বরে বিদ্রোহীদের পৃষ্ঠপোষক তুরস্ক এবং সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহায়তাকারী রাশিয়ার মধ্যস্থতায় বৈরিতা অবসানের চেষ্টা চালানো হয়। কিন্তু কয়েক দিন অস্ত্রবিরতি স্থায়ী হলেও দেশটির অধিকাংশ স্থানে সহিংসতা অব্যাহত রয়েছে। রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ার সামরিক হস্তক্ষেপ শুরু করে এবং অতীতে তারা সামরিক অভিযানকালে বেসামরিক নাগরিকের মৃত্যুর অভিযোগ নাকচ করে দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সাল থেকে সিরিয়ার ইসলামী জঙ্গী গোষ্ঠীসমূহের ওপর বোমাবর্ষণ করে আসছে। আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট এ মাসে জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় তাদের সামরিক অভিযান চলাকালে অনিচ্ছাকৃতভাবে ২০১৪ সাল থেকে কমপক্ষে ২২০ বেসামরিক লোক নিহত হয়েছে। সমালোচকরা বলছেন, অনিচ্ছাকৃতভাবে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।
×