ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপনির্বাচন

পিকুল যশোর জেলা পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ০৮:৫১, ১৭ মার্চ ২০১৭

পিকুল যশোর জেলা পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুল। বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউপি নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য দেশের ৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক চেয়ারম্যান চূড়ান্ত করা হয়েছে। আজ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এসব চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সূত্র জানায়, বৈঠকে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে পিকুলসহ দলীয় মনোনয়নপ্রত্যাশী ছয় প্রার্থীর সাক্ষাতকার নেয়া হয়। এই পদে মনোনয়নপ্রত্যাশী অন্য প্রার্থীরা ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার এ্যাডভোকেট খয়রাত হোসেন, সহ-সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবদুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ, এ্যাডভোকেট আলী রায়হান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শরীফ আবদুর রাকিব। আওয়ামী লীগ থেকে নির্বাচিত যশোর জেলা পরিষদ চেয়ারম্যান শাহ হাদীউজ্জামান গত ২০ ফেব্রুয়ারি মারা যাওয়ায় পদটি শূন্য হয়েছে। এই পদটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল। একই দিন দেশের ৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। এদিকে গত সপ্তাহে নির্বাচন কমিশন ঘোষিত ৭১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট ৩১ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো হয়। পরে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ৩ জন আগ্রহী প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠান। বৃহস্পতিবার বৈঠকে একক প্রার্থী চূড়ান্ত করা হয়।
×