ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপনের বিরোধিতায় এবার জামায়াত

প্রকাশিত: ০৮:১৫, ১৭ মার্চ ২০১৭

সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপনের বিরোধিতায় এবার জামায়াত

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপনের বিরোধিতায় হেফাজতের সঙ্গে এবার যোগ দিল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত। এতদিন হেফাজতকে পেছন থেকে মদদ দিলেও এ বিষয়ে কোন বক্তব্য- বিবৃতি দেয়নি। তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে মূর্তিবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দিয়ে জামায়াত নেতারা বলেছে, ইসলামে কোন মূর্তির অস্তিত্ব গ্রহণযোগ্য নয়। সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির মূর্তি স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।
×