ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর ‘কনটেন্ট’ ডেস্ক খোলার দাবি জানাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ১৭ মার্চ ২০১৭

ফেসবুকে আপত্তিকর ‘কনটেন্ট’ ডেস্ক খোলার দাবি জানাবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ আপত্তিকর ‘কনটেন্ট’ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে আলাদা একটি ডেস্ক খোলার দাবি জানাবে বাংলাদেশ। আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয়া হবে। দেশভিত্তিক সংস্কৃতি অন্তর্ভুক্ত করে আলাদা ধারা সংযোজনেরও প্রস্তাব থাকবে। আলাদা ডেস্ক থেকে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব পড়বে এমন মন্তব্য পর্যালোচনা করে দেখা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে ফেসবুক সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী বলেন, মৌলবাদ ও জঙ্গীবাদ উত্থানের একটি অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইনেই জঙ্গীবাদের বিস্তার হচ্ছে। ছড়ানো হচ্ছে নারীর প্রতি অসম্মান। এসব বিষয়ও আলোচনায় ওঠে আসবে। ফেসবুকের যে ভেরিফিকেশন নীতি আছে, তা যেন কঠোরভাবে বাস্তবায়ন ও মনিটরিং করা হয় তা নিশ্চিত করার প্রস্তাব দেয়া হবে।
×