ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লীতে নাসিম

’৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলে সমন্বিত কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৬, ১৭ মার্চ ২০১৭

’৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলে সমন্বিত কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ ভারত সফররত স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ’৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সমন্বিত বহুমুখী কর্মসূচী হাতে নিয়েছে। এই রোগ প্রতিরোধে দেশে উচ্চ পর্যায়ের তত্ত্বাবধান নিশ্চিত করার পাশাপাশি জাতীয় যক্ষ্মা পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দ বাড়ানো হবে। বৃহস্পতিবার নয়াদিল্লীতে ‘যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সমাপনী দিনে ‘কল ফর এ্যাকশন’ ঘোষণা অধিবেশনের বক্তৃতায় তিনি একথা বলেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সভাপতিত্বে অধিবেশনে ‘কল ফর এ্যাকশন’ ঘোষণা করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং’। স্বাস্থ্যমন্ত্রী নাসিম যক্ষ্মা নির্মূলে সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশ^ স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সহযোগিদের সঙ্গে যৌথভাবে নেয়া কর্মসূচীগুলোর কার্যক্রম সরকার আরও জোরদার করবে। তিনি বলেন, যক্ষ্মার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের জীবন সব সময় হুমকির সম্মুখীন। ফলে প্রতিটি দেশের জাতীয় জীবনে অর্থনৈতিক ও উৎপাদন ক্ষমতার ব্যাপক ক্ষতি হচ্ছে। যক্ষ্মা নির্মূলে দুই দিনব্যাপী স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন নয়াদিল্লীর হোটেল লা মেরিডিয়ানে বৃহস্পতিবার শুরু হয়। সিয়ারো অঞ্চলের ১১ দেশের স্বাস্থ্যমন্ত্রী, সরকারের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিশ^ ব্যাংক, গ্লোবাল ফান্ড, স্টপ টিবি পার্টনারশিপ, ইউএসএইড, ডিএফএটি-অস্ট্রেলিয়ার উর্ধতন কর্মকর্তারা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ১৪ মার্চ ভারত যান। আজ শুক্রবার বিকেলে তার দেশে ফেরার কথা।
×