ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি নিয়েই এলডিসি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৬, ১৭ মার্চ ২০১৭

শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি নিয়েই এলডিসি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি নিয়েই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। এই বেরিয়ে আসা দেশের জন্য গর্বের বিষয় হবে। আগামী ২০২৪ সালে মধ্য আয়ের দেশে যাওয়ার আগেই সব সূচকে যে কোন দেশের চেয়ে ভাল করবে বাংলাদেশ। বৃহস্পতিবার গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ এ্যান্ড দ্য এলডিজি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে এসব কথা বলা হয়। সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, স্বাধীনতার পাঁচ দশক পর বাংলাদেশ কোনভাবেই গরিব দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে না। এলডিসির তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসা হবে আগের যে কোন সময়ের চেয়ে টেকসই, মসৃণ ও সফলতম ঘটনা। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এছাড়া প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধে বলা হয়, মধ্য আয়ের দেশে যেতে তিনটি সূচকের দুটিতে সাফল্য এসেছে, অন্যটি ২০২৪ সালের আগেই ভাল করা সম্ভব হবে। তবে এ জন্য ব্যবসায়িক পরিবেশ ও বেসরকারী বিনিয়োগের হার বাড়ানোসহ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
×