ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পড়শি আসে ভাষার মাসে

প্রকাশিত: ০৭:০২, ১৭ মার্চ ২০১৭

পড়শি আসে ভাষার মাসে

একজন পৃথ্বীশ চক্রবর্ত্তী, একটা নির্ভরতার নাম। বাংলা সাহিত্য পরিবারের অন্যতম সদস্য। বিশেষ করে শিশু-কিশোরদের অন্তরজয়ী মানসে যার পথচলা। প্রগতির পথে চেতনাদীপ্ত মেধা ও মননে যার দিনযাপন। নব্বই দশকের অস্তাচলে যার সূর্য চৈতন্য আলোকবর্তিকা প্রজ্বলিত হয়ে অদ্যাবধি যে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে বাংলা সাহিত্যাকাশে। তাই বাংলার শিশু-সাহিত্যের অভিভাবক সকলের পরিচিত রফিকুল হক দাদুুুুুুভাই লিখেছেনÑ ‘অন্তঃস্তলের নির্যাস দিয়ে ছড়া লেখা বেশ কঠিন ব্যাপার- এ কথাটা আমি বিশ্বাসের সঙ্গে প্রায়ই উচ্চারণ করি। পৃথ্বীশ হাঁটি হাঁটি করে সেই কঠিন পথেই পা বাড়িয়েছে সাহসের সঙ্গে।’ পৃথ্বীশ চক্রবর্ত্তীর এবারের (অমর একুশে গ্রন্থমেলা-২০১৭) প্রসবিত ছড়াগ্রন্থ ‘পড়শি আসে ভাষার মাসে।’ নামেই বোঝা যাচ্ছেÑ এর ভেতরের মাল-মসলার অবস্থা। এ বইয়ের এক্স-রে করতে কোন মেশিনের দরকার আছে বলে মনে করি না। এ গ্রন্থে দেশপ্রেম, সোনামণিদের প্রেম সমানভাবে ফুটে উঠেছে। প্রথম ছড়াটির নাম ‘বাংলাদেশ’। ‘ধানের দেশ, বানের দেশ/ বাংলাদেশ।/ জলের দেশ, ফলের দেশ/ বাংলাদেশ।...’ এভাবে বাংলাদেশের রূপ-গুণ-ঐতিহ্য ইত্যাদি ফুটিয়ে তুলেছেন। ‘সবার প্রিয় নজরুল’ নামীয় ছড়াটি এ রকম: ‘বলতে পারিস, অর্ক, অর্ঘ্য/ কে হন গানের বুলবুলি?/ কার মাথাতে দেখেছিলি/ বাবরিদোলা চুলগুলি!’ -এ ছড়াটির বৈশিষ্ট্য হলোÑ একদিকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিত্র, অন্যদিকে শিশুদের পাঠদান। ‘শেখ মুজিবের নাম’, ‘সবার সেরা রবীন্দ্রনাথ’ ও ‘রাসেল সোনা’ শীর্ষক লেখাগুলোও অসাধারণ। ‘তূর্যসোনা’, ‘পড়শি আসে ভাষার মাসে’, ‘তিথিমণির জন্মদিন’, ‘তিমা ও রংধনু’, ‘¯েœহা ও চাঁদাভাই’ ছড়াগুলোও ছড়া হিসেবে অনন্য। পৃথ্বীশ চক্রবর্ত্তীর ছয় বছরের শিশুকন্যা পড়শির নামে ‘পড়শি আসে ভাষার মাসে’ ছড়াগ্রন্থটি। বইটির প্রতিটি পাতা চাররঙা এবং ছবি সংবলিত ও অলঙ্কৃত। ছবিগুলো শুধু তুলির ছোঁয়া নয়, এতে বাস্তব আলোকচিত্রও (প্রয়োজনে) ব্যবহৃত হয়েছে। তার সন্তান, স্বজন-প্রিয়জনের সন্তানদের নাম ও ছবি ছড়ায় ব্যবহার করা তাদের প্রতি একদিকে যেমন তার অগাধ ¯েœহ-ভালবাসার প্রতিফলন অন্যদিকে বাংলা শিশু-সাহিত্যে এ বইটি ব্যতিক্রম ও নতুন সংযোজন। ফুলস্কেপ সাইজের (বিচিত্রা) শক্ত বোর্ড দিয়ে বাঁধা আকর্ষণীয় প্রচ্ছদসহ ১২০ গ্রাম গ্লোসি পেপারের ৩২ পৃষ্ঠার এই গ্রন্থটিতে মোট ২৮ (আটাশ) টি ছড়া স্থান পেয়েছে। প্রকাশক : নাগরী, প্রকাশকাল : ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’। প্রচ্ছদ ও অলঙ্করণ : টিটনকান্তি দাশ, আলোকচিত্র : নিতেশ দাশ। উৎসর্গ করেছেনÑ তার শিক্ষক কবি মোঃ গোলাম কিবরিয়া, তার সহধর্মিণী রাবেয়া বেগম, পুত্র- মোনেম শাহরিয়ার রিদোয়ান, কন্যা- ইশরাত জাহান ইমু ও তাহসিন জাহান প্রমিকে। গ্রন্থটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে দুই শত (২০০/=) টাকা মাত্র।
×