ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছেলেরা ফ্যাশনে যা করবেন না

প্রকাশিত: ০৬:৫১, ১৭ মার্চ ২০১৭

ছেলেরা ফ্যাশনে যা করবেন না

অনেক পুরুষ কানে দুল, গলায় চেন আর হাতে বালা নিয়ে নিজেদের জানান দেন। অনেকে মেয়েদের মতো লম্বা চুলও রাখেন। আবার হেয়ার ব্যান্ডও পরেন। ঠিক আছে, ভালো। তবে ওয়াক্সিং থেকে শুরু করে কত কিছুই না করছেন এ যুগের অনেক ছেলেরা। হ্যাঁ পাঠক, সত্যিই শুনছেন। ব্যতিক্রমী মনে হলেও এটাই এখন পুরুষদের নয়া ফ্যাশন ট্রেন্ড। কিন্তু নারীরা এমন সাজগোজ একেবারেই পছন্দ করেন না। তাই রুচিশীলভাবে নিজেকে পরিবেশন করতে এই সব বিষয়ের ওপর নজর রাখুন- নেকলেস : বুঝলাম আপনি বেশ সাহসী, আর পাঁচজনের চেয়ে আলাদা আপনার ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু গলায় নেকলেস পরা পুরুষদের খুব একটা পছন্দ করেন না মহিলারা। তাও আবার অনেক সোনার চেইনও পরে থাকেন। এতে একজন পুরুষের মধ্যে ম্যানলি ব্যাপারটা চলে যায়। ডিপ ‘ভি’ নেক : সিনেমার হিরোদের দেখে ভাল লাগলেও আদৌতে কিন্তু মেয়েরা এই স্টাইল পছন্দ করে না। যেসব পুরুষ ডিপ ভি-নেক টি-শার্ট পরেন, নারীরা তাঁদের একেবারেই পছন্দ করেন না। এতে একজন ছেলেকে মেয়ের মতো লাগে। লেদার প্যান্ট : লেদার প্যান্ট পরে মেয়েদের ভাল লাগে, বেশ হটও দেখায়। কিন্তু একটু চিন্তা করেন তো আপনি লেদার প্যান্ট পরে কোথায় যাচ্ছেন। কেমন লাগবে আপনাকে! ভাল লাগবে না। মেয়েলি ভাব চলে আসবে। ছেলেদের একেবারেই মানায় না লেদার প্যান্ট। তাই লেদার প্যান্ট পরিহার করুন। টাইট টি-শার্ট : যাদের শরীরে বাইসেপ রয়েছে, এড়িয়ে চলুন অতিরিক্ত টাইট টি-শার্ট। নয়তো খুব বিচ্ছিরি দেখায়। আর মেয়েরা এরকম ছেলেদের অপছন্দ করে। টাইট শর্টস : সমুদ্র সৈকতে বা সুইমিংয়ে গিয়ে যদি ভাবেন আপনাকে দেখে মেয়েরা ফিদা হবে, তবে টাইট শর্টস্ দূরে রাখুন। এগুলো পরে গেলে আপনি নিশ্চিত থাকুন মেয়েরা আপনার দিকে তাকাবেই না। ইরাজ খান
×