ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছোট পোশাক মানে আধুনিকতা নয়

প্রকাশিত: ০৬:৫০, ১৭ মার্চ ২০১৭

ছোট পোশাক মানে আধুনিকতা নয়

যে কোন সামাজিক অনুষ্ঠান কিংবা অফিস কিংবা ট্রাডিশনাল উৎসব যেটাই হোক না কেন সেখানে আপনার উপস্থিতির সঙ্গে আপনি কি পরছেন সেটাই মুখ্য। আপনার পোশাক, আপনার ব্যবহারই বলে দেবে আসলে আপনি কে। আপনার সঙ্গে যেটা মানাবে, সে ফ্যাশন সেকালের হোক আর একালের হোক সেটাই পরুন। অতি মডার্ন হতে গিয়ে এমন কিছু করবেন না যেটাতে আপনাকে মানায় না। অনেকে বলে বিশ্বায়নের এই যুগে পোশাক যত ছোট হবে আপনাকেও তত মডার্ন দেখাবে। আদৌতে এই তথ্য ভুল। আপনি বিশ্বায়নের তালে তাল মেলাতে আপনার সংস্কৃতি বিসর্জন দিতে পারেন না। বড় আলখেল্লা পোশাক কিন্তু আউট অব ফ্যাশন নয়। গা ঢাকা জামা কিন্তু এখনও বহাল তবিয়তেই ফ্যাশন ইন রয়েছে। তার নির্দশন অবশ্য আমরা বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে দেখলেই বুঝতে পারি। নিজের জামা-কাপড়ের উপরে এক্সপিরিমেন্ট করতে ভালোবাসেন সোনম। কান ফিল্ম ফেস্টিভ্যাল হোক কিংবা অস্কার সেরিমণি, সব জায়গাতেই তাঁর নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ড চোখে পড়ে। লরিয়াল প্যারিস ফেমিনা উইমেন এ্যাওয়ার্ডস্ প্রেস কনফারেন্সে সাদা রঙের প্রিন্টেড ল্যাহেঙ্গা শাড়ির সঙ্গে শার্ট ব্লাউজ পরেছিলেন তিনি। তাঁর ওই ট্র্যাডিশনাল লুকস ছিল একেবারে অনবদ্য। শুধুমাত্র ট্র্যাডিশানাল নয়, ওয়েস্টার্ন লুকসেও সোনমকে বেশ আকর্ষণীয় দেখতে লাগে। বেওয়াকুফিয়া ছবির প্রোমোশনে তিনি সাদা রঙের একটি ফ্রক পরেছিলেন। লরিয়াল সানসেট কানস্ কালেকশনে তিনি মেটালিক কাজ করা একটা ফ্রক পরেছিলেন। এই ড্রেসটি যদি আপনি পরতে চান, তাহলে কোন ডিজাইনার নয়, নিজের ইচ্ছেমতো কাপড় কেটে বানিয়ে নিতে পারেন। এই জামা পার্টিতে পড়লে আপনি পার্টির মধ্যমণি হবেন। এছাড়া, ধুতি-প্যান্ট এখনও ফ্যাশনে ইন। তাই লম্বা ধুতি-প্যান্টের সঙ্গে এলিজাবেথ জ্যাকেট ও পায়ে স্টিলেটোতে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন। নেটের শাড়ি নিশ্চয়ই পড়েছেন? ওই শাড়ির সঙ্গে শর্ট ব্লাউজের ওপর নেটের বড় জ্যাকেট অনবদ্য, এতে একঘেয়েমি ভাব কাটে। এমনকি, ল্যাহেঙ্গার অফ শোল্ডার ব্লাউজের সঙ্গেও হালকা নেটের দোপাট্টা অসাধারণ কম্বিনেশন হয়ে উঠতে পারে। নট সো কুল ম্যাক্সি ড্রেসের সঙ্গে গোল্ডেন জুয়েলারি একটা ফিউশন লুক তৈরি করে। আপনিও ট্রাই করতে পারেন। হতে পারেন সোনমের মতোই বিউটিফুল। সুদীপ্ত ধ্রুব
×