ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিউইদের প্রথম ইনিংস শেষ ২৬৮ রানে, দক্ষিণ আফ্রিকা প্রথমদিন শেষে ২৪/২

ওয়েলিংটন টেস্টে বোলারদের দাপট

প্রকাশিত: ০৬:৩১, ১৭ মার্চ ২০১৭

ওয়েলিংটন টেস্টে বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ ডুনেডিনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছে। এবার তিন ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই। ওয়েলিংটনে বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথমদিনটা অবশ্য কোন দলের জন্যই সুখকর ছিল না। বোলারদের দাপট দেখা গেছে। প্রথম ইনিংসে মাত্র ২৬৮ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। হেনরি নিকোলসের করা ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানোয় আরও কম রানে থমকে যাওয়া থেকে রেহাই পেয়েছে তারা। জবাব দিতে নেমে অবশ্য সফরকারী প্রোটিয়া শিবিরের শুরুটাও তেমন সুবিধার হয়নি। মাত্র ২৪ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে তারা। ২৪৪ রানে পিছিয়ে এখনও তারা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট দেখে টস জেতার পরই স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। সেটার সফল প্রয়োগ দেখান প্রোটিয়া বোলাররা। মাত্র ২১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। কাগিসো রাবাদা ও মরনে মরকেলের গতির তোপে দিশেহারা হয়ে টম লাথাম (৮), কেন উইলিয়ামসন (২) ও নেইল ব্রুম (০) সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে অবশ্য দারুণ ধৈর্যের পরিচয় দেন জিত র‌্যাভাল ও নিকোলস। ৫২ রানের জুটি গড়ে ওঠে। বেশ ভালভাবেই দলকে টেনে নিচ্ছিলেন তারা। কিন্তু বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ আক্রমণে এসে আঘাত হেনে এই প্রতিরোধ ভেঙ্গে ফেলেন। ৮৩ বলে ৬ চারে ৩৬ রান করার পর সাজঘরে ফেরেন র‌্যাভাল। এরপর প্রোটিয়া স্পিন আক্রমণের বিরুদ্ধে অসহায় হয়ে পড়ে কিউই ব্যাটসম্যানরা। অনিয়মিত স্পিনার জাঁ পল ডুমিনিই ধ্বংসটা চালান। জেমস নিশাম (১৫) বেশিক্ষণ থাকতে পারেননি। তবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিকোলস। ২৫ বছর বয়সী এ বাঁহাতি তরুণ ব্যাটসম্যানকে ষষ্ঠ উইকেটে দারুণ সঙ্গ দিয়েছেন বিজে ওয়াটলিং। ১১৬ রানের জুটি দলকে একটা ভাল চেহারা এনে দেন। কিন্তু ডুমিনি আক্রমণে এসে তার ডানহাতি অফস্পিনের বিষে নীল করে দেন কিউইদের সব প্রতিরোধ। প্রথমেই ফিরিয়ে দেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানো নিকোলসকে সরাসরি বোল্ড করে। নিকোলস আগে চারটি অর্ধশতক পেলেও এবার ১৬১ বলে ১৫ চারে ১১৮ রান করেন। এরপর দ্রুতই ডুমিনির ঘূর্ণিফাঁদে আটকে সাজঘরে ফিরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম (৪) ও ওয়াটলিংকে। ওয়াটলিং ১৩২টি বল মোকাবেলা করেছেন আউট হওয়ার আগে, রান করতে পেরেছেন ৩৪। এরপরই কিউইদের ইনিংস মূলত শেষ হয়ে যায়। তবে দ্রুতবেগে ২৭ রান করে নিউজিল্যান্ডকে আড়াই শ’ রান পার করিয়ে দেন টিম সাউদি। শেষ পর্যন্ত ২৬৮ রানেই থমকে যায় কিউইদের ইনিংস। ডুমিনি ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য দেখান। তিনি ৪৭ রানে নেন ৪ উইকেট। স্বল্প রানে স্বাগতিকদের গুটিয়ে দেয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়লেও দিনশেষে সেই প্রশস্তিটা থাকেনি সফরকারী দক্ষিণ আফ্রিকার। কারণ দলীয় ১২ রানেই সাঝঘরে ফেরেন দুই ওপেনার স্টিফেন কুক (৩) ও ডিন এলগার (৯)। এরপর আর মাত্র দুই ওভার খেলা হয়েছে। ২ উইকেটে ২৪ রান নিয়ে দিন শেষ করে প্রোটিয়ারা। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২৬৮/১০; ৭৯.৩ ওভার (নিকোলস ১১৮, র‌্যাভাল ৩৬, ওয়াটলিং ৩৪, সাউদি ২৭; ডুমিনি ৪/৪৭, মহারাজ ২/৪৭, রাবাদা ২/৫৯, মরকেল ২/৮২)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ২৪/২; ৭ ওভার (এলগার ৯, রাবাদা ৮*; গ্র্যান্ডহোম ১/২, সাউদি ১/১৮)।
×