ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসি-রোনাল্ডোর মতোই বিশ্বসেরা নেইমার ॥ রোনাল্ডিনহো

প্রকাশিত: ০৬:৩০, ১৭ মার্চ ২০১৭

মেসি-রোনাল্ডোর মতোই বিশ্বসেরা নেইমার ॥ রোনাল্ডিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার অন্যতম ভরসা হয়ে উঠছেন নেইমার। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ফরাসী ক্লাব পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগেও তার প্রমাণ দিয়েছেন এই ব্রাজিলিয়ান। গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি গোল নিজে করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরেকটি করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আর তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই অসম্ভবকে সম্ভব করে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে নতুন উপাখ্যান লিখে কাতালানরা। যে কারণেই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বার্সিলোনার এই ব্রাজিলিয়ান সুপারস্টার। দুর্দান্ত ফর্মে থাকা নেইমারকে এবার প্রশংসায় ভাসালেন তারই স্বদেশী রোনাল্ডিনহো। সাবেক এই বার্সিলোনার তারকা ফুটবলারের মতে, নেইমার এখন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই বিশ্বের সেরা খেলোয়াড়। শুধু তাই নয়, তার দৃঢ় বিশ্বাস একদিন ব্যালন ডি’অরও জিতবে নেইমার। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে রোনাল্ডিনহো বলেন, ‘সে এখনই মেসি এবং রোনাল্ডোর সমপর্যায়ের খেলোয়াড়। আমরা খুব দৃঢ়ভাবেই বিশ্বাস করি যে সে একদিন ব্যালন ডি’অর জিতবে এবং তার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে। সে ব্রাজিলেরও আদর্শ ফুটবলার।’ জাতীয় দলকে অনেক আগেই বিদায় বলে দিয়েছেন রোনাল্ডিনহো। নেইমারের বর্তমান ক্লাব বার্সিলোনাতেও প্রায় অর্ধযুগ পার করেছেন অসাধারণ সব সাফল্যকে সঙ্গী করে। ২০০৩ সালে কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে ২০০৮ সালে ন্যুক্যাম্প ছাড়েন তিনি। দীর্ঘ আট বছর পর আবারও স্পেনের জায়ান্ট ক্লাবটির দূত হয়ে ফিরেছেন রোনাল্ডিনহো। এই ব্রাজিলিয়ান তারকাকে আবারও বার্সার জার্সি গায়ে দেখতে পারবেন সমর্থকরা। তবে প্রতিযোগিতামূলক কোন ম্যাচে নয়। বার্সিলোনা লিজেন্ডসের হয়ে খেলবেন রিয়াল মাদ্রিদ লিজেন্ডস দলের বিপক্ষে। লেবাননের বৈরুতে প্রীতি ম্যাচটা হবে আগামী ২৮ এপ্রিল। মূলত ‘ব্র্যান্ড বার্সিলোনা’কে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন মাঠে বিখ্যাত সব ক্লাবের কিংবদন্তিদের নিয়ে গড়া দলের বিপক্ষে কিছু ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছে কাতালান ক্লাবটি। যে ম্যাচগুলোয় খেলবেন বার্সিলোনার কিংবদন্তিরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচের আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিদের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথাও নিশ্চিত করেছিল বার্সা। ন্যুক্যাম্প ও ওল্ডট্র্যাফোর্ডে ম্যাচ দুটি হবে এ বছরের ৩০ জুন এবং ২ সেপ্টেম্বর। ওই ম্যাচ দুটিতেও খেলতে পারেন রোনাল্ডিনহো। পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেও এ রকম ম্যাচে খেলতে মুখিয়ে থাকেন রোনাল্ডিনহো। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি পেশাদার ফুটবল খেলছি না। কিন্তু তাতে কী? খেলার জন্য আমি প্রস্তুত। আর এ রকম ম্যাচ হলে তো কোন কথাই নেই।’
×