ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেমিতে পিসকোভা-কুজনেতসোভা

প্রকাশিত: ০৬:২৯, ১৭ মার্চ ২০১৭

সেমিতে পিসকোভা-কুজনেতসোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের মহিলা এককে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিনা পিসকোভা এবং সভেতলনা কুজনেতসোভা। দুর্দান্ত জয়ে দু’জনই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এদিন ৭-৬ (৭/২) এবং ৭-৬ (৭/৫) সেটে হারান স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাকে। দিনের অন্য ম্যাচে রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা ৬-৩ এবং ৬-২ সেটে উড়িয়ে দেন তারই স্বদেশী এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজার বিপক্ষে সবসময়ই ফেবারিট পিসকোভা। ইন্ডিয়ান ওয়েলসের আগে ছয়বার মুখোমুখি লড়াইয়ে তার পাঁচবারই জয় পেয়েছেন চেক তারকা। এবার সেই ব্যবধানটাকে আরও বাড়িয়ে নিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই। ম্যাচ শেষে দারুণ সন্তুষ্ট পিসকোভা। এটাকেই তার টুর্নামেন্টের সেরা ম্যাচ হিসেবে মন্তব্য করেছেন। এ বিষয়ে ক্যারোলিনা পিসকোভা বলেন, ‘এই টুর্নামেন্টে নিশ্চিতভাবেই এটা আমার সেরা ম্যাচ। খেলোয়াড় হিসেবে সে দারুণ। তাই এমন ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসটা তুঙ্গে।’ এ সময় চেক তারকা আরও বলেন, ‘তার বিপক্ষে আমি সবসময়ই ভাল খেলি। এর আগে টুর্নামেন্টে আমার ভাল কোন ম্যাচ ছিল না। তাকে হারিয়ে তাই খুব আনন্দিত।’ তবে হেরেও হতাশ নন গারবিন মুগুরুজা। ম্যাচ শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন বলেন, ‘ম্যাচটা খুবই কঠিন ছিল। আমি তো গতকালই বলেছিলাম এখানে খেলা ম্যাচগুলোর মধ্যে এটাই হতে পারে সবচেয়ে কঠিন ম্যাচ। শেষ পর্যন্ত তাই হলো। কিন্তু এতে আমি মোটেই হতাশ নই। আমার মতে কেবল তিনটি পয়েন্টই এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তবে এখানে আমার ভাল করারও সুযোগ ছিল।’ দিনের অন্য ম্যাচে সভেতলনা কুজনেতসোভা ৬-৩ এবং ৬-২ সেটে পরাজিত করেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। প্রতিপক্ষকে হারাতে এদিন কুজনেতসোভা সময় নেন মাত্র ৬৩ মিনিট। বয়সে একত্রিশকে ছাড়িয়ে গেছেন কুজনেতসোভা। দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়েরও স্বাদ পেয়েছেন তিনি। ২০১০ সালের পর গত বছর প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও জায়গা করে নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান ওয়েলসে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। কোয়ার্টার ফাইনালে পাভলিউচেঙ্কোভাও পাত্তা পাননি তার কাছে। তবে আসল লড়াইটা এবার সেমিফাইনালেও দেখা যাবে। তার সামনে বাধা এখন ক্যারোলিনা পিসকোভা। চলতি মৌসুমে ইতোমধ্যে দুটি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন এই চেক তারকা। বছরের শুরুতেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জেতা পিসকোভা চ্যাম্পিয়ন হয়েছেন দোহাতেও। তবে কুজনেতসোভাও অবশ্য ছেড়ে কথা বলবেন না। কেননা এই টুর্নামেন্টে যে ইতোমধ্যেই দুইবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৭-০৮ সালে টানা দুইবার শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তার সঙ্গী হয়েছে হতাশা। এবার তাই কোন ধরনের ভুল করতে নারাজ তিনি। এই টুর্নামেন্টে খেলার কথা ছিল সেরেনা উইলিয়ামসেরও। কিন্তু ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। যে কারণেই শীর্ষ বাছাই হিসেবে খেলার সুযোগ পান ক্যারোলিনা পিসকোভা। এই ইভেন্টে পারফর্ম না করার কারণে কপাল খুলেছে এ্যাঞ্জেলিক কারবারেরও। কেননা নতুন করে র‌্যাঙ্কিং প্রকাশ পেলেই যে শীর্ষস্থান পুনরুদ্ধার করবেন এই জার্মান তারকা। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালের প্রতিপক্ষদের এখনও পাওয়া যায়নি। কেননা বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ভেনাস উইলিয়ামস এলিনা ভেসনিনার বিপক্ষে এবং ডেনমার্কের ওজনিয়াকি ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা।
×