ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিকুগনার আকর্ষণে

প্রকাশিত: ০৫:০৩, ১৭ মার্চ ২০১৭

ভিকুগনার আকর্ষণে

পেরুর জাতীয় পশু ভিকুগনা। মায়াবী তাদের চোখ। দেখতে অনেকটাই হরিণের মতো। এরা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার উঁচু এলাকাতে থাকে। সম্প্রতি একটি ভিকুগনা জার্মানির রাজধানী বার্লিনের জুওলজিখার গার্টেন চিড়িয়াখানায় আনা হয়েছে। প্রাণীটি দর্শকদের বেশ মনোযোগ আকর্ষণ করছে।-এএফপি রোদেলা দিন বলে শীত শেষে আসতে যাচ্ছে গরম। চীনের সাংহাইয়ে দেখা মিলছে রোদের আলোর ঝলকানি। আর তাইত সেখানকার যুবতীরা বুধবার রোদেলা দিনে পাখা হাতে ছুটে আসে একটি পার্কে। তারা মেতে ওঠে নাচে ও গানে। -এএফপি
×