ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকার গোপালগঞ্জ সাংবাদিক সমিতি পুনর্গঠিত

প্রকাশিত: ০৫:০২, ১৭ মার্চ ২০১৭

ঢাকার গোপালগঞ্জ সাংবাদিক সমিতি পুনর্গঠিত

বৃহস্পতিবার এক বিশেষ সাধারণ সভায় ঢাকার গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আংশিক সংশোধনের মাধ্যমে নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নয়া নির্বাহী কমিটির সভাপতি পি আর বিশ্বাস, সিনিয়র সহসভাপতি নাজমুল হক সৈকত, সহসভাপতি শেখ জাহিদুর রহমান ও জয়ন্ত আচার্য্য, সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি জয়ধর, মঞ্জুরুল আলম পান্না ও মুহাম্মদ মামুন শেখ, অর্থ সম্পাদক শ্যামল কান্তি নাগ, সাংগঠনিক সম্পাদক এসএম বাবুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক কাজী জামশেদ নাজিম, আইন সম্পাদক ওয়াকিল আহম্মেদ হিরন, দফতর সম্পাদক সুভাষ জয়ধর, আইসিটি সম্পাদক সেলিম খান, যুব ও ক্রীড়া সম্পাদক সমীরণ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম শেখ, মহিলা সম্পাদক তুলনা আফরিন, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ শেফারুল ইসলাম। এ ছাড়া নতুন কমিটিতে ১৯ জন সদস্য এবং উপদেষ্টা পরিষদে আছেন ১৬ জন। -বিজ্ঞপ্তি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নর্দান ইউনিভার্সিটিতে আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে বৃহস্পতিবার রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। -বিজ্ঞপ্তি কৈফিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডাঃ সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। বাসস প্রেরিত ক্যাপশনে স্কোয়াড্রন লিডারের অন্য নাম উল্লেখ করায় বিভ্রান্তি ঘটেছে। এজন্য আমরা দুঃখিত।
×