ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ মার্চ ২০১৭

টুকরো খবর

পান বরজে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে ভৈরবনগর গ্রামে দুর্বৃত্তদের আগুনে পাঁচটি পান বরজ পুড়ে গেছে। এতে পরেশ হীরা, নীল রতন হীরা, অরুণ হীরা ও নিশিকান্ত হীরা নামে চার কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। বুধবার রাতের এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। কৃষকরা জানান, পার্শ্ববর্তী চিতলমারীর বড়গুনী গ্রামের সোহাগ ও তামিমেম নেতৃত্বে একদল বখাটে ভৈরবনগর গ্রামে ঢুকে ক্ষেতের ফসল চুরিসহ বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করলে স্থানীয়রা তাদের গ্রামে ঢুকতে নিষেধ করে। এতে ক্ষুব্ধ হয়ে তারা পান বরজে আগুন দেয়। মাদ্রাসাছাত্র নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ১৬ মার্চ ॥ হাটহাজারী উপজেলার পৌর এলাকার মিরেরখীলস্থ সালেহমিয়া জামালুল কোরআন মাদ্রাসার হেফজ খানা বিভাগের শিক্ষার্থী সাকিব (১৪) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। ৭ মার্চ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। সে ওই উপজেলার গড়দুয়াড়া ইউনিয়নের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির শাহজাহানের পুত্র। এ ব্যাপারে, তার পিতা শাহজাহান বাদী হয়ে ১৫ মার্চ হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এমএম কলেজের হীরকজয়ন্তী উৎসব স্থগিত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সরকারী মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব স্থগিত করা হয়েছে। ফলে আগামী ২৩ মার্চ এ উৎসব হচ্ছে না। অল্প সময়ে প্রাক্তণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার হীরকজয়ন্তী উদযাপন পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তী তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান বলেন, প্রাক্তণ শিক্ষার্থীদের খুব সীমিত সংখ্যক রেজিস্ট্রেশন করেছে। এত কম সংখ্যক প্রাক্তণ শিক্ষার্থী নিয়ে হীরকজয়ন্তী উৎসব করা সম্ভব নয়। আমরা আরও আড়ম্বরে অনুষ্ঠানটি করতে চাই। এ জন্য অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে দিন নির্ধারণ করা হবে। তবে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। নিবন্ধন উপ-কমিটির সদস্য জানান, দুই শতাধিক প্রাক্তণ শিক্ষার্থী হীরকজয়ন্তী উৎসবে রেজিস্ট্রেশন করেছে। ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৬ মার্চ ॥ বৃহস্পতিবার সকালে ভৈরবের রসুলপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাদেকপুর ইউনিয়নের রসুলপুরে কৃপণবাড়ীর ফজলু মাস্টার ও নূরারবাড়ীর মুসলিম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। পলাশবাড়ীর ৩ ইউনিয়নে নির্বাচন দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ মার্চ ॥ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী, পলাশবাড়ী সদর ও বরিশাল ইউনিয়নে ১৫ বছর ধরে নির্বাচন না হওয়ায় ওই তিনটি ইউনিয়নের নির্বাচনের দাবিতে স্থানীয় চৌমাথা মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বৃহস্পতিবার জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে আবু বকর প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম বাদশা, ফিরোজ কবির সুমন, নুরুজ্জামান প্রধান, আলী রেজা মোস্তফা গোলাপসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ছাই তৈরির কারখানায় আগুন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৬ মার্চ ॥ পুড়িয়ে ছাই তৈরি করা একটি কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার অচিন্তনগর গ্রামে ‘তাজী এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে’ এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই কারখানায় আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চীন ও বাংলাদেশের যৌথ মালিকানায় এ কারখানা থেকে প্রক্রিয়াজাতকৃত ছাই চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়। যা প্রসাধনী তৈরির কাজে ব্যবহৃত হয়। খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্ত্রী হোসনে আরাকে (২০) হত্যার দায়ে স্বামী শেখ মিরাজুল ওরফে আমানুল্লাহকে (২৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১০ সালের ২৮ জানুয়ারি দুপুরে খুলনা মহানগরীর নতুনবাজার চর এলাকায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ হোসনে আরাকে তার স্বামী মোঃ মিরাজুল শেখ মসলা বাটা শীল দিয়ে মাথায় আঘাত করে। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ মার্চ ॥ জেলার বালিয়াডাঙ্গীতে বৃহস্পতিবার বিদ্যুতস্পৃষ্টে এক ভাটা শ্রমিকের মত্যু হয়েছে। জানা গেছে, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের কেয়া এন্টারপ্রাইজ-১ নামে ইটভাটায় সকালে ট্রলির হেলপার জহিরুল ইসলাম (২২) ট্রাক্টরের ওপর খেকে ওই ভাটায় পোড়ানোর জন্য নিয়ে আসা খড়ি নামাচ্ছিল। এ সময় তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই সে মারা যায়। রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার-নিজ করনসী রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সমাজ সেবক আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য আবদাল মিয়া, ইউপি সদস্য সৈয়দ জাহান আলী, যুবলীগ নেতা মকসুদ আলী প্রমুখ। টঙ্গী প্রেসক্লাবের নির্বাচন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ মার্চ ॥ বৃহস্পতিবার টঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ মেরাজ উদ্দিন সভাপতি ও এম.এ কাশেম রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম, কোষাধ্যক্ষ এম.আর নাসির, দফতর, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মাকসুদ আহমাদ রবিন, কার্যনির্বাহী সদস্য মাসুদ সরকার ও জাকারিয়া চৌধুরী।
×