ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধ রেলস্টেশন চালু করা হবে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ মার্চ ২০১৭

বন্ধ রেলস্টেশন চালু করা হবে ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ মার্চ ॥ সারাদেশে বন্ধ থাকা বাংলাদেশ রেলওয়ের ১৪০টি স্টেশনের মধ্যে ৬০টি স্টেশন চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী মজিবুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নরসিংদীর বন্ধ থাকা ঘোড়াশাল স্টেশন থেকে একযোগে স্টেশনগুলো চালু করেন। আগামী ৬ মাসের মধ্যে বন্ধ থাকা বাকি ৮০টি স্টেশন চালু করা হবে বলে তিনি জানান। রেলমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া শুধু ধ্বংস করতে জানেন, উন্নয়ন করতে জানেন না। বিএনপির আমলেই এসব রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল, রেলের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পুনরায় এসব স্টেশন চালু করা হয়েছে। বর্তমান সরকার রেলওয়েকে সাড়ে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই দেশের রেলপথে যুগান্তকারী পরিবর্তন আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজুল ইসলাম মোল্লা এমপি, কামরুল আশরাফ খান পোটন এমপি, রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন ও রেলওয়ের উর্ধতন কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাসানী ভার্সিটিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং উদ্বোধন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭ বৃহস্পতিবার সকালে বিশ^বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন। কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম, বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ^বিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. সাজ্জাদ ওয়াহিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মখলেছুর রহমান।
×