ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাঁদে মেছোবাঘ

প্রকাশিত: ০৪:৪৪, ১৭ মার্চ ২০১৭

ফাঁদে মেছোবাঘ

স্টাফ রিপোর্র্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগরে এক খামার মালিকের ফাঁদে একটি মেছোবাঘ আটক হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দয়ামীর ইউনিয়নের খাপন গ্রামের তোয়াহিদ আলীর খামারে মোরগ খেতে এসে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে মেছোবাঘটি। বাঘ আটকের খবর পেয়ে এক নজর দেখতে এলাকার মানুষ সেখানে ভিড় জমান। তিন ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার মেছোবাঘটি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। শিক্ষক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ মার্চ ॥ রাণীশংকৈল উপজেলা ডিগ্রী কলেজ মাঠে প্রাথমিক শিক্ষকদের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবু সুফিয়ান। প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×