ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ ॥ মামলা করলে হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:৪২, ১৭ মার্চ ২০১৭

স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ ॥ মামলা করলে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৬ মার্চ ॥ কালকিনিতে এক স্কুলছাত্রীকে আটকে রেখে রাতভর গণধর্ষণ করেছে চার লম্পট। সে রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এদিকে এ বিষয় কাউকে জানালে বা মামলা করলে ধর্ষিতার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে ওই লম্পটরা। ধর্ষিতার পরিবার বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে একটি অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার রমজানুপর এলাকার জজিরা গ্রামের স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পিছনে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা একই এলাকার এলাহি কোতপাল, সওকাত শিকদার ও লালন শিকদারসহ ৪ লম্পট মিলে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরে রবিবার ভোরে স্থানীয় লোকজন স্কুলছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। পাঁচ পাচারকারী গ্রেফতার ॥ তিন নারী উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সীমান্ত এলাকা থেকে ৫ নারী পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা তিন তরুণীকে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার দমদম সীমান্ত এলাকা থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে। এরা হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইপুর গ্রামের গোলাম কবিরের ছেলে সাকেরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদি গ্রামের মামুদুল হাসান সুমন, ঢাকা ডিএমপির ১০৭ শান্তিবাগ শাহাবাগ এলাকার হাবিবুল্লাহ (২২), শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কানাইকাটি গ্রামের আক্কাজ আলি বাবু (২৮) ও একই এলাকার ইব্রাহিম হোসেন (২৫)। উদ্ধার হওয়া নারীরা হলেন কুমিল্লা জেলার নাহিদা বেগম ও ফেনী জেলার সুমি আক্তার ও একই এলাকার আরজু বেগম। কলারোয়া থানার (ওসি) এমদাদুল হক শেখ জানান, আটক পাচারকারীরা বিদেশে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে তিন নারীর কাছ থেকে ৪০ হাজার করে টাকা নেয়।
×