ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ এখন উন্নয়নের মডেল ॥ শেখ সেলিম

প্রকাশিত: ০৪:৪২, ১৭ মার্চ ২০১৭

বাংলাদেশ এখন উন্নয়নের মডেল ॥ শেখ সেলিম

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ মার্চ ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, পাকিস্তান চেয়েছিল বাংলাদেশের মানুষকে দুর্বল করে দিতে। কিন্তু সেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হলেন উন্নয়নের প্রতীক। এদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া-শেওড়াবাড়ি-ডোমরাসুর সড়কের নবনির্মিত ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তানের ধ্যান-ধারণায় এ দেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য কাজ করে গেছেন জিয়াউর রহমান, মোশতাক ও পরবর্তীতে এরশাদ। তারা চেয়েছিল বাংলাদেশ একটি সন্ত্রাসী ও জঙ্গী রাষ্ট্র হবে, একটি তালেবান রাষ্ট্র হবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে; বরং পাকিস্তান আমাদের থেকে নিচে পড়ে গেছে। তিনি বলেন, আগামী নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে। সংবিধান থেকে এক ইঞ্চিও আমরা সরবো না। এ নির্বাচনে বিএনপি যদি না আসে, তাহলে তাদের নাম-ঠিকানা থাকবে না, দলের নিবন্ধনও বাতিল হয়ে যাবে। আর নির্বাচনের সময় যদি তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে; তাহলে বাংলাদেশের মানুষ এবার তাদেরকে গণপিটুনি দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেবে। কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
×