ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

প্রকাশিত: ০৪:২০, ১৭ মার্চ ২০১৭

দরবৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবারে সর্বশেষ ৩১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৩৭ বারে ৬২ লাখ ৮১ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ২৬৬ বারে ৩২ লাখ ৬৫ হাজার ৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের ৯০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার হাক্কানি পাল্পের ক্রেডিট রেটিং বিবিবি+ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প এ্যান্ড পেপার লিমিটেড ক্রেডিট রেটিংয়ে ‘বিবিবি+’ পেয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘমেয়াদে কোম্পানিটি ‘বিবিবি+’ পেয়েছে। আর স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ পেয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব, ৩১ ডিসেম্বর, ২০১৬ সময়ের অনিরীক্ষিত হিসাব বিবরণী এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে হাক্কানি পাল্পের এ মান নির্ধারণ করেছে সিআরআইএসএল। -অর্থনৈতিক রিপোর্টার
×