ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ফের ৫ হাজার ৭শ’ পয়েন্ট ছাড়াল

প্রকাশিত: ০৪:১৮, ১৭ মার্চ ২০১৭

পুঁজিবাজারে সূচক ফের ৫ হাজার ৭শ’ পয়েন্ট ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের এই উর্ধগতির ফলে প্রধান বাজারের সার্বিক সূচক আবারও ৫ হাজার ৭ শ’ পয়েন্টের ওপরে অবস্থান করছে। তবে সূচক বাড়লেও ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন কমেছে। প্রধান বাজারে দিনটিতে মূলত আর্থিক খাতের বেশকিছু কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮ কোটি ৪৬ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৯৭২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৫৯ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক ও আর্থিক খাতের ওপর ভর করে ডিএসইতে সার্বিক সূচকটি ৩৬ দিন পরে ফের ৫ হাজার ৭ শ’ পয়েন্ট ছাড়িয়েছে। সারাদিনের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচকটি দিনটিতে মোট ১৭ পয়েন্ট বেড়েছে। তবে দিনটিতে সব ধরনের মূলধনী কোম্পানির দর বেড়েছে। বিশেষ করে মধ্য ও স্বল্প মূলধনী কোম্পানির দর বেড়েছে ০.৬০ শতাংশ ও ০.৫০ শতাংশ হারে। আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ঘোষণার দিনে ব্যাংকগুলো মোট লেনদেনের ২০ শতাংশ ও বস্ত্র খাত মোট লেনদেনের ১৫.১০ শতাংশ দখল করেছে। অন্যসব খাতের মধ্যে সিমেন্ট খাতের দর বেড়েছে ০.৭০ শতাংশ। অন্যদিকে সিরামিক খাত দর হারিয়েছে ১.৯০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইএফআইসি, লঙ্কা বাংলা ফাইনান্স, কাসেম ড্রাইসেল, আরএসআরএম স্টিল, বে´িমকো, বে´িমকো ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ও ন্যাশনাল ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আরএন স্পিনিং, আইসিবি ১ম এনআরবি, প্রগতি ইন্স্যুরেন্স, বিডি ফাইনান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল, জুটস স্পিনার্স, ডাচ্-বাংলা ব্যাংক, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও ইবনে সিনা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, আইএফআইসি, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, কেয়া কসমেটিক, বিএসআরএম লিমিট্ডে, লঙ্কা বাংলা ফাইনান্স ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
×