ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ॥ হুমকিতে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:১৫, ১৭ মার্চ ২০১৭

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ॥ হুমকিতে যুক্তরাষ্ট্র

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এবং এ লক্ষ্যে লেজার, ইলেক্ট্রোম্যাগনেটিক রেইল গান এবং হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র ভা-ার গড়ে তুলছে। ভবিষ্যতে এ অস্ত্র কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে ব্যবহার করবে বেজিং। খবর ইরনার। মার্কিন কংগ্রেসে শুনানিতে এ দাবি করেছেন চীন বিশেষজ্ঞ রিচার্ড ফিশার। তিনি আরও বলেন, কক্ষপথ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন গোয়েন্দা, যোগাযোগ এবং নেভিগেশন উপগ্রহ। চীন যে অস্ত্র তৈরি করছে তার লক্ষ্য হবে এসব উপগ্রহ। এসব অস্ত্র দিয়ে সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নজিরবিহীনভাবে হামলা করা সম্ভব হবে বলেও দাবি করেন ফিশার। ফিশার দাবি করেন, মহাকাশকে সামরিকীকরণ করছে চীন। তবে মার্কিন গোয়েন্দা এবং যোগাযোগ উপগ্রহগুলো কী করছে সে বিষয়ে কথা বলেননি তিনি। চীনা মহাকাশ অস্ত্র কর্মসূচী যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠেছে বলে দাবি করেন ফিশার। কুকুর ফেলে গেলেন পার্ক! দক্ষিণ কোরিয়ার সদ্য বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট পার্ক জিউন হাই তার পোষা কুকুরগুলোকে প্রেসিডেন্টের বাসভবন ‘ব্লু- হাউস’-এ ফেলে এসেছেন। পার্কের প্রতিবেশীরা তাকে এক জোড়া ‘জিন্ডোস’ নামের কোরীয় শিকারি কুকুর উপহার দেন। প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র কিম ডং জো বলেন, ওই কুকুর দুটি সম্প্রতি সাতটি ছানার জন্ম দেয়। -গার্ডিয়ান প্রাচীনতম উদ্ভিদ... ভারতে ১৬০ কোটি বছর আগের শিলার খাজে জন্ম নেয়া একটি বিশেষ প্রজাতির শৈবাল আবিষ্কৃত হয়েছে। শৈবালগুলো যে এলাকায় জন্ম নিত সেখানকার এলাকাটি লাল রংয়ে ভরে থাকত। অগভীর সমুদ্র তটের কাছে এদের জন্ম হয়েছে। এর আগে সবচেয়ে প্রাচীন শৈবালের জীবাশ্ম বাল্টিক সাগরে পাওয়া যায়। যা ছিল ১২০ কোটি বছর আগের। এরও আগে ভারতে সবচেয়ে প্রাচীন উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। যার বয়স ছিল ৪০ কোটি বছর। -ওয়েবসাইট
×