ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সর্বশেষ নিষেধাজ্ঞাও আটকে দিল আদালত

প্রকাশিত: ০৪:১৪, ১৭ মার্চ ২০১৭

ট্রাম্পের সর্বশেষ নিষেধাজ্ঞাও আটকে দিল আদালত

ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই হাওয়াইয়ের এক ফেডারেল বিচারক ট্রাম্পের এই নির্বাহী আদেশকে আটকে দিয়েছেন। খবর বিবিসির। ডিস্ট্রিক্ট জাজ ডেরিক ওয়াটসন বুধবার রাতে এক আদেশে ওই নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন। ওয়াটসন বলেছেন, সরকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যে নিষেধাজ্ঞা জারি করতে চাইছে তা প্রশ্নবিদ্ধ। অন্যদিকে ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বিচারকের এমন আদেশকে বিচার বিভাগের অভিনব কৌশল বলে বর্ণনা করেন। ভ্রমণ বিষয়ক ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশে সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও, গত ৬ মার্চ জারি করা দ্বিতীয় দফার আদেশে ইরাককে বাদ দেয়া হয়। বাকি ছয় দেশ হলোÑ ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমলিয়া। নতুন আদেশ অনুযায়ী এই দেশগুলোর ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং শরণার্থীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ রাখা হয়েছে ১২০ দিন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত সপ্তাহেই মামলা করে হাওয়াই অঙ্গরাজ্য। জানুয়ারিতে ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশের বিরুদ্ধেও মামলা করেছিল হাওয়াই। নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আগের মামলাই সংশোধন করে দাখিল করা হয়। যুক্তরাষ্ট্রের যে কয়টি রাজ্য মুসলিমদের প্রবেশ নিষেধাজ্ঞা বন্ধের চেষ্টা চালাচ্ছে হাওয়াই তার মধ্যে অন্যতম।
×