ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১১ সরকারী কলেজে নতুন অধ্যক্ষের পদায়ন

প্রকাশিত: ০৯:১৭, ১৬ মার্চ ২০১৭

১১ সরকারী কলেজে নতুন অধ্যক্ষের পদায়ন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ১১ কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। এছাড়াও পাঁচটি সরকারী কলেজে উপাধ্যক্ষ পদেও পদায়ন করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক আদেশে বেশকিছু কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের পদায়নের এই আদেশ জারি করা হয়। ইডেন মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন ড. শামসুন নাহার, সরাকারী টিচার্স কলেজে কানিজ সৈয়দা বিনতে সাবাহ, কুমিল্লা সরকারী টিচার্স ট্রেনিং কলেজে নীরদ বরন মজুমদার, কবি নজরুল সরকারী কলেজে আই কে সেলিম উল্লাহ খোন্দকার, চট্টগ্রাম সরকারী সিটি কলেজে মঞ্জুর আহমেদ, খুলনা বি এল কলেজে সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম, নীলফামারীর চিলাহাটি কলেজে মোঃ আব্দুল খালেক, খুলনা সরকারী মহিলা কলেজে রওশন আকতার, খুলনা সরকারী পাইওনিয়ার মহিলা কলেজে দীনবন্ধু নাথ, খুলনা সরকারী সুন্দরবন আদর্শ কলেজে প্রভাস চন্দ্র বিশ্বাস এবং বগুড়া সরকারী নাজির আক্তার কলেজে মোঃ মাহবুবুল ইসলামকে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, প্রায় অর্ধশত সরকারী কলেজে অধ্যক্ষ ও উপাধাক্ষ পদ গত কয়েক মাস যাবত শূন্য ছিল।
×