ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১১ জেএমবি জঙ্গীর বিচার শুরু

প্রকাশিত: ০৯:১৬, ১৬ মার্চ ২০১৭

১১ জেএমবি জঙ্গীর বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১১ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চার্জগঠন করেছে আদালত। বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ জাহিদুল কবির এই অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু করলেন। আসামিরা হলো, বাবু মুন্সী ওরফে মাসুদ রানা, আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল বাসেত, মোহাম্মদ সুজাত, ফরহাদ হোসেন, মিজানুর রহমান ও আজহার আলী। আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ২৪ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।
×