ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক বিচারপতি ফজলুল হকের আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ০৯:১৩, ১৬ মার্চ ২০১৭

সাবেক বিচারপতি ফজলুল হকের আবেদন হাইকোর্টে খারিজ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আপীল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছে থেকে আদায় করা ১২শ’ কোটি টাকা ফেরত দেয়া হবে কি নাÑ সে বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত জানা যাবে আজ বৃহস্পতিবার । বুধবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। দুদকের মামলায় সাবেক বিচারপতি ফজলুল হকের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে দুদকের মামলা চলতে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার হাইকোর্টের বিচারপতি মোঃ শওকত হোসাইন ও বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
×