ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘র’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য পাতানো খেলা ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৫৬, ১৬ মার্চ ২০১৭

‘র’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য পাতানো খেলা ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হলে তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জিয়াকে দুনিয়া থেকে সরাতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’ একটি ফাইল খুলেছিল বলে অভিযোগ করেন রিজভী। রিজভী বলেন, বাংলাদেশের নিরাপত্তা যদি ভারতের ওপর নির্ভরশীল হয় এবং ভারতের ইচ্ছানুযায়ী যদি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হয়, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। তিনি আরও বলেন, ভারত সফরের আগে সে দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য সরকারের পাতানো খেলার অংশ। রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের আগে ভারতের তৎকালীন কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার সময় সে দেশের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে নাক গলিয়েছেন তা নজিরবিহীন। এটি ছিল বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর সরাসরি হস্তক্ষেপ। সুতরাং ‘র’ কাদের স্বার্থে কাজ করে তা বাংলাদেশের জনগণ ভালভাবেই জানে। তাই হঠাৎ করে প্রধানমন্ত্রীর ‘র’-এর বিরুদ্ধে বিরোধিতা যে তামাশারই অংশ তা নিয়ে জনগণের মধ্যে কোন সংশয় নেই। রিজভী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্যই ভারতের গোয়েন্দা সংস্থা একটি ফাইল খুলেছিল, যা ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন সানডেতে ছাপা হয়েছিল প্রায় ২৫-২৬ বছর আগে। সেই প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই আসার পর ওই ফাইলটি বন্ধ করে দেয়া হয়। তার আগে ইন্ধিরা গান্ধী ওই ফাইলটি চালু করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়াউর রহমান খান, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ। প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যজনক ও চিন্তার বিষয়Ñ খসরু ॥ ‘র’ ও আমেরিকার মাধ্যমে ২০০১ সালে বিএনপি ক্ষমতা এসেছিল বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রহস্যজনক ও চিন্তার বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ১৬ বছর পর কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী এ কথা বললেন? প্রশ্ন জাগতে পারে, তাহলে আওয়ামী লীগও কী ‘র’ এবং আমেরিকার মাধ্যমে ক্ষমতা এসেছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×