ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপনি আলাদাই থাকুন, দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৮:৫৫, ১৬ মার্চ ২০১৭

আপনি আলাদাই থাকুন, দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই ॥ মতিয়া চৌধুরী

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আপনি আলাদাই থাকুন। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। আপনি আবারও সেই আলাদা হয়েই থাকবেন। কিভাবে দেশ পরিচালনা করতে হয়, সেটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন।’ তিনি বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে কৃষক লীগ এ সভার আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেøাগান হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু খালেদা জিয়ার সেøাগান কী? বিএনপির সেøাগান হচ্ছেÑ নেত্রী মোদের খালেদা, সবার থেকে আলাদা! এমন আলাদা, মানুষ মারায় আলাদা। কৃষকের উপর জুলুম করার ব্যাপারে আলাদা। ইলেকশন না করার ক্ষেত্রে আলাদা। দেশকে ধ্বংস করার বিষয়ে আলাদা। তাই আপনারা আলাদাই থাকুন। দেশ আগাইয়া যাবে। আর আপনি আবারও সেই আলাদাই থাকবেন।’ ২০০১ পরবর্তী বিএনপি শাসনামলের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, আমরা কৃষকদের কাছে ছিলাম না। আমরা কৃষকদের দুঃখ ও কষ্ট দিয়েছি। এমন একটি কথা কেউ বলতে পারবে না। কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা সারের দাম ও কৃষি উপকরণকে সহজলভ্য করে প্রমাণ করেছি, আমরা কৃষক দরদী এবং কৃষকের বন্ধু। কৃষিমন্ত্রী বলেন, আগে বাজারে গেলে শীতকাল ছাড়া লাউ পাওয়া যেত না। এখন জ্যৈষ্ঠ মাসেও লাউ পাওয়া যায়। দেশে সারাবছর তরিতরকারি হয়। এখন কোন মৌসুম নাই। সব রকম তরকারি সব সময় পাওয়া যায়। কারণ ১৯৯৬ সরকার গঠন করে হাইব্রিডের সিদ্ধান্ত নেই। এরপর আবার ক্ষমতায় এসে শুধু হাইব্রিড না জিএমও’তে গেছি। কিন্তু এই জিএমও নিয়ে সমালোচনা করা হয়েছে। সরকার গৃহীত উদ্যোগের ফলে আজকে পাটের ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস (আইপিআর) অন্য কোন দেশ না, কেবলমাত্র বাংলাদেশের। তিনি আরও বলেন, বিএনপির আমলে তো এই ঘটনাগুলো ঘটে না। কারণ তারা এসব নিয়ে কিছুই ভাবে না। এ ব্যাপারে বিএনপি নেত্রীর কাছে কৈফিয়ত দাবি করেন তিনি। কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ। সভা পরিচালনা করেন কৃষক নেতা বিশ্বনাথ সরকার বিটু।
×