ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যক্ষ্মা নির্মূলে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচী তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৪, ১৬ মার্চ ২০১৭

 যক্ষ্মা নির্মূলে  বাংলাদেশের বিভিন্ন কর্মসূচী তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ যক্ষ্মা চিকিৎসায় বাংলাদেশের গৃহীত স্বল্পমেয়াদী পদ্ধতি বিশে^র বিভিন্ন দেশে অনুসরণ করার পরামর্শ দেয়ার আগ্রহ দেখিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। বুধবার ভারতের নয়াদিল্লীতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তৃতায় বাংলাদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন। তার বক্তব্য শুনে সম্মেলনে অংশগ্রহণকারী বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিগণ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ বলেন, মালটি ড্রাগ্স রেজিস্টেন্স যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে বাংলাদেশই প্রথম এই অঞ্চলে স্বল্প মেয়াদী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে শতকরা ৮৫ ভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। যে রোগের চিকিৎসায় পূর্বে ২৪ মাস সময় প্রয়োজন হতো, সেই রোগের চিকিৎসা বাংলাদেশে এখন নয় মাসেই হচ্ছে। তিনি বলেন, যক্ষ্মা নির্মূলের মাধ্যমে ১.২ মিলিয়ন মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে বিশ^ স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সহযোগীদের সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। যক্ষ্মা প্রতিরোধে সরকার আগামী বছর থেকে পাঁচ বছর মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে বলে এসময় তিনি জানান। শৈশব ও কৈশোরকাল থেকেই এই যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় নামাতে হলে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি এখাতে আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ^ স্বাস্থ্য সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বিশ^ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতের স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা অধিবেশনে সভাপতিত্ব করেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সমূহের স্বাস্থ্যমন্ত্রীগণসহ জাতিসংঘ, বিশ^ স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন। যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে নতুন কর্মসূচী প্রণয়ন এবং বিদ্যমান কার্যক্রম মূল্যায়ন ও চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নির্ধারণের জন্যে বিশ^ স্বাস্থ্য সংস্থার আয়োজনে এই সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার ভারত যান স্বাস্থ্যমন্ত্রী।
×