ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ১৬ তলা থেকে পড়ে কর্মচারীর মৃত্যু ॥ লাশ গুমের চেষ্টা

প্রকাশিত: ০৮:২০, ১৬ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে ১৬ তলা থেকে পড়ে কর্মচারীর মৃত্যু ॥ লাশ গুমের চেষ্টা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়ায় নির্মাণাধীন আবাসন প্রকল্প রূপায়ন টাওয়ারের ১৬ তলা থেকে পড়ে হালিম (২৫) নামে রন্ধনশালার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ লাশ গুম করার চেষ্টা করে। তবে পুলিশ বলছে, এটি দুর্ঘটনা নাকি কেউ হত্যার উদ্দেশ্যে ফেলে দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকাল নয়টার দিকে ওই ভবনের ভেতরের দিকে লিফট বসানোর জন্য নির্ধারিত ফাঁকা জায়গা দিয়ে ১৬ তলার উপর থেকে রন্ধনশালার কর্মচারী হালিম নিচে পড়ে যায়। ঘটনার পর প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এসে মাথাবিহীন দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা জানান, এ ঘটনার পর প্রধান প্রজেক্ট প্রকৌশলী তার সহকর্মী প্রকৌশলীদের নিয়ে হালিমের দেহ বস্তায় ভরে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যায়। এ ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত না করে অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। তারা তড়িঘড়ি করে লাশ গুম করার চেষ্টা করে। পরে সাংবাদিকদের তৎপরতায় ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমের মাথার খুলিসহ বিভিন্ন অংশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য এক নিরাপত্তা কর্মীকে আটক করে।
×