ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে জিরো টলারেন্স ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৮, ১৬ মার্চ ২০১৭

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে জিরো টলারেন্স ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে জিরো টলারেন্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও তিনি জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে বসে প্রতিবেশী ছাড়াও বিশ্বের কোন দেশের বিরুদ্ধেই জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। বুধবার দিল্লীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আন্তর্জাতিক এক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। দিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্সের কথাও উল্লেখ করে জঙ্গীবাদ নির্মূলে বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট জঙ্গীবাদের উৎপত্তি ও বিস্তারে সহায়ক নয়। তবে সাম্প্রতিক দেশীয় পরিবেশে বেড়ে ওঠা কিছু জঙ্গীর তৎপরতা দেখা গেলেও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
×