ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেয়ারম্যান নাট্যোৎসবের সমাপনী

প্রকাশিত: ০৬:২২, ১৬ মার্চ ২০১৭

চেয়ারম্যান নাট্যোৎসবের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ জাগরণী থিয়েটারের ২২ বছর পূর্তি উপলক্ষে সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ৫ দিনব্যাপী ‘চেয়ারম্যান নাট্যোৎসব ২০১৭’ গত ১৩ মার্চ শেষ হয়েছে। উৎসবের সমাপনী দিনেও ছিল বিশেষ আয়োজন। এর আগে গত ৯ মার্চ এ উৎসব শুরু হয়। নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে একটি করে নাটক মঞ্চায়ন করা হয়। বাংলাদেশ ও ভারতের ৬টি দল তাদের আলোচিত নাট্য প্রযোজনাগুলো নাট্যোৎসবে অংশ নেয়। এবারের উৎসবে সম্মাননা দেয়া হয়েছে রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশিদ, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, আকতারুজ্জামান, গাজী রাকায়েত, এসএ হক অলিক, এএইচএম নোমান খান, শিলা সাহা, আহম্মেদ গিয়াস, আনন জামান, ঠান্ডু রায়হান, মাহফুজা হিলালী ও দেবাশীষ ঘোষকে। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। মাহফুজা হিলালীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। এরপর ১০ মার্চ ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের ‘আমি রফিক বলছি’, ১১ মার্চ থিয়েটারের ‘মায়ানদী’, ১২ মার্চ ভারতের বিচিত্র নাট্য সংস্থার ‘সিক্রেট অব হিস্টোরি’ ও শেষ দিনে জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘ট্রেন টু পাকিস্তান’ নাটক মঞ্চস্থ হয়। চেয়ারম্যান নাট্যোৎসবের আহ্বায়ক স্মরণ সাহা বলেন, সবমিলিয়ে আমাদের নাট্যোৎসব সফল হয়েছে। আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে উৎসবটি করতে চেষ্টা করছি। স্থানীয় দর্শক-শ্রোতাদের সবার সহযোগিতাও পেয়েছি বলেই সফলভাবে তা শেষ করতে পেরেছি। প্রতিদিন গুণীজনদের সম্মাননা প্রদান উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। আশা করছি আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
×