ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু উৎসব’ কাল

প্রকাশিত: ০৬:২০, ১৬ মার্চ ২০১৭

‘বঙ্গবন্ধু উৎসব’ কাল

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ আয়োজন করতে যাচ্ছে বাঙালী সাংস্কৃতিক জোট। এ উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মমতাজ বেগম, চিত্র শিল্পী অধ্যাপক হাশেম খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসব উপলক্ষে বুধবার সকালে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাঙালী সাংস্কৃতিক জোটের সভাপতি চয়ন ইসলাম এমপি। উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার। আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তি ড. ইনামুল হক, কবি আসলাম সানি, গীতকার হাসান মতিউর রহমান, উপস্থাপক আনজাম মাসুদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় বঙ্গবন্ধু উৎসবের প্রথম পর্বে রয়েছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। আরও থাকবে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের মূল পর্ব আলোচনা অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। আলোচনা পর্বের পর থাকবে দেশবরেণ্য জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রর্দশনী। অনুষ্ঠানের জন্য উদ্বোধনী সঙ্গীত লিখেছেন বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, সুর করেছেন ইমন সাহা, গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ, কোনাল ও সহশিল্পীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, কাদেরী কিবরিয়া ও রথীন্দ্রনাথ রায়। নৃত্য পরিবেশনায় থাকবেন সোহেল রহমান ও তার দল। আরও থাকবে কলকাতার প্রখ্যাত গায়ক অংশুমান রায়ের বিখ্যাত গান ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি’। গানটি গাইবেন অংশুমান রায়ের সুযোগ্য সন্তান ভাস্বর রায় ও শিল্পী দিনাত জাহান মুন্নি। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন সাদি মহম্মদ, শাহীন সামাদ, চন্দনা মজুমদার, আব্দুল জব্বার, কিরণচন্দ্র রায়, ইন্দ্রমোহন রাজবংশী, সালমা, মেহেদী হাসানসহ জাতীয় পর্যায়ের শিল্পী বৃন্দ। থাকবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদর্শনী।
×