ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের কথক নাট্য সম্প্রদায়ের ৩৫ বৎসর পূর্তি ॥ ‘শাস্তি’ ও ‘চার অধ্যায়’ নাটকের প্রদর্শনী

প্রকাশিত: ০৬:২০, ১৬ মার্চ ২০১৭

চট্টগ্রামের কথক নাট্য সম্প্রদায়ের ৩৫ বৎসর পূর্তি ॥ ‘শাস্তি’ ও ‘চার অধ্যায়’ নাটকের প্রদর্শনী

সাজু আহমেদ ॥ শিল্প সংস্কৃতির নানাবিদ কর্মকান্ড পরিচালিত হয় মানুষের জন্য, মানুষকে ঘিরে। তাই মানুষের নিত্যদিনের সুখ-দুঃখের কথা শিল্প সংস্কৃতির মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। শিল্প সংস্কৃতির মাধ্যমগুলোর মধ্যে নাটক অন্যতম শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। তাই নাটকের মাধ্যমে চলমান সমাজের দ্বন্দ্ব-সংঘাতকে স্পষ্ট এবং সাহসীভাবে তুলে ধরার চেষ্টা করেন নাট্য ও সংস্কৃতি কর্মীরা। এই দৃঢ় প্রত্যয়ে সর্বদা সচেষ্ট চট্টগ্রামের নাট্য সংগঠন কথক নাট্য সম্প্রদায়। কারণ দলটি তাদের নানাবিদ কর্মকান্ডর মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে মানুষের চিন্তার ক্ষেত্রকে বিশেষভাবে নাড়া দিতে চায়। তাই নাট্য সংগঠন কথকের জন্মলগ্ন থেকে অঙ্গীকার ‘সামাজিক উত্তরণই গ্রুপ থিয়েটার আন্দোলন’। এই অঙ্গীকার পালনে সর্বদাই সচেষ্ট কথক। তাদের প্রযোজনাগুলোতেও সেই দৃঢ় বক্তব্যের প্রতিফলন স্পষ্ট। জানা যায় ১৯৮২ সালের ২১ ফেব্রুয়ারি মাস থেকে পথচলা শুরু কথকের। নিয়মিত নাটক মঞ্চায়ন, সেমিনার, নাট্য কর্মশালা এবং উৎসব আয়োজনের মাধ্যমে নাট্যচর্চার পাশাপাশি সারা দেশে নাট্য আন্দোলনের গতিকে ত্বরান্বিত করতে সক্রিয় ভূমিকা রেখেছ দলটি। অতি সম্প্রতি দলটি ৩৫ বছর অতিক্রম করে ৩৬ বছরে পদার্পণ করছে। চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কথক নাট্য সম্প্রদায়ের নাট্য চর্চার ৩৫ বৎসর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দুই নাটকের মঞ্চায়ন করবে দলটি। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ এবং ২৫ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথের ‘শাস্তি’ ও ‘চার অধ্যায়’ নাটকের বিশেষ মঞ্চায়ন হবে। এই উপলক্ষে ২৪ মার্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। বিশেষ অতিথি থাকবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। ওইদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে বিরু মুখোপাধ্যায়ের নাট্যরূপ এবং আহমেদ হায়দার নির্দেশিত ‘শাস্তি’ নাটকের মঞ্চায়ন হবে। ২৫ মার্চ সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে শম্ভু মিত্রের নাট্যরূপ এবং বিক্রম চৌধুরী নির্দেশিত ‘চার অধ্যায়’ নাটকের প্রদর্শনী হবে। নাটক শেষে সমাপনী বক্তব্য রাখবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। কথকের দুটি নাটকে অভিনয় করেছেন কেয়া রায়, শাহীন চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, কেশব রায়, সালমা বেগম, সুদর্শন চক্রবর্তী, এ কে এম ইসমাইল হোসেন, জানে আলম টিটু, বিক্রম চৌধুরী, বেদারুল হোসেন খোকন। দুটি নাটকের টিকেট শোর দিন হল কাউন্টারে পাওয়া যাবে।
×