ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

আসছে স্টার ওয়ারস দ্য লাস্ট জেডাই

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ মার্চ ২০১৭

আসছে স্টার ওয়ারস দ্য লাস্ট জেডাই

স্টার ওয়ারস নাম শুনলেই চোখের সামনে ভেসে ভেসে ওঠা সাঁই সাঁই করে ছুটে চলা স্পেসশিপ, তাক লাগানো স্পেসশেস্টন, বুকে কাঁপন ধরানো একদল যোদ্ধা কখনও লড়ছে গ্যালাক্সি রক্ষা করতে কখনওবা ভিনগ্রহে বাঁচাতে ব্যস্ত নিজের জীবন। বিচিত্র সব চরিত্র, অদ্ভুত সব স্থাপনা, অসাধারণ চিত্রায়ন দর্শককে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে সিনেমার পর্দায়। কেবল তাই নয় ছবি শেষেই শেষ হয় না সব, রেশ রয়ে যায় মনে অনেক দিন বিশ্বজুড়ে অগণিত স্টার ওয়ারস প্রেমীর মনে। যদিও ছবির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন তার পরও তিন দশকব্যাপী দর্শক হৃদয়ে দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছে স্টার ওয়ারস। কি সেই রহস্য? যেখানে অন্য এক ভুবনের গল্পে একাত্ম হয়ে যাই আমরা পৃথিবীবাসী? রহস্যটা বোধকরি ছবির গল্পের মূল সুরে। এ তো সেই শুভ অশুভের চিরন্তন লড়াই। যেখানে দর্শক শুভ শক্তির সঙ্গে একাত্ম হয়ে রুদ্ধশ্বাস প্রহর গুনে অশুভের পরাজয়ের। সে জন্যই স্টার ওয়ারস আজ এক কালচারাল ফেনামেনন। শুরুটা জর্জ লুকাসের হাত ধরে। শুরুর ছবিটা এমন- ‘অনেক দিন আগে, অনেক দূরের এক গাল্যাক্সিতে!’ ১৯৭৭ এ প্রথম মুক্তি স্টার ওয়ারস এ নিউ হোপ। যদিও শুরুর নাম শুধুই স্টার ওয়ারস। আর শুরুতেই বাজিমাত। তারপর এলো দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক (১৯৮০) ও রিটান অব দ্য জেডাই (১৯৮৩)। এই তিনটি ছবি পরিচিত প্রথম স্টার ওয়ারস ট্রিলজি নামে। এর পর লম্বা বিরতি দিয়ে এলো প্রিক্যুয়েল ট্রিলজি দি ফ্যানটম মেনাস (১৯৯৯), এট্যাক অব দ্য ক্লোনস (২০০২), রিভেঞ্জ অব দ্য সিথ (২০০৫)। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দি ফোর্স এওয়াকনেস (২০১৫) তবে সে গল্প একটু ভিন্ন। তার আগে দেখে নেই প্রাসঙ্গিক কিছু বিষয়। এই সাতটি ছবিই কোন না কোন বিভাগে মনোনীত হয়েছে একাডেমি এ্যাওয়ার্ডসের জন্য। সব মিলিয়ে এ পর্যন্ত বক্স অফিসে অর্জন ৭.৪৭১ বিলিয়ন ডলার যা ফিল্ম সিরিজ হিসেবে তৃতীয় সর্বোচ্চ আয়ের তালিকায় ঠাঁই পেয়েছে। সিনেমার পাশাপাশি স্টার ওয়ারস বই, ভিডিও গেম, কমিকস, টিভি সিরিজ সব মিলিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ ২০১৫তে উঠে এসেছে সবচেয়ে দামী মিডিয়া ফ্রাঞ্জাইজ হিসেবে যার প্রাক্কলিত মূল্য ৪১.৯ বিলিয়ন ডলার। স্টার ওয়ারসের নতুন শুরুটা ২০১২তে। ওয়াল্ট ডিজনি কোম্পানি লুকাস ফিল্ম কিনে নেয় ৪.০৬ বিলিয়ন ডলারে। আর তাদের হাত ধরে স্টার ওয়ারস ৭-এর নতুন যাত্রা শুরু দি ফোর্স এওয়াকনেসের মাধ্যমে। স্টার ওয়ারস নিয়ে আরেকটি মজার তথ্য হচ্ছে মে ২৫, ১৯৭৭ এ প্রথম রিলিজের সময় এটি কেবল স্টার ওয়ারস লামেই রিলিজ হয়। পরবর্তীতে ১৯৮১তে পুনরায় রিলিজের সময় নাম দেয়া হয় স্টার ওয়ারস এপিসোড রা- এ নিউ হোপ। ট্রিলজির পরবর্তী দুটি ছিল ঠ ও ার । অর্থাৎ শুরুটা এক দিয়ে নয় চার দিয়ে। ট্রিলজির দ্বিতীয় অংশের নামে যোগ হয় এপিসোড র, রর, ররর। ডিজনি মালিকানায় তাদের ঘোষিত ট্রিলজির প্রথমটি ছিল এপিসোড ারর স্টার ওয়ারস দ্য ফোর্স এওয়াকনেস যেখানে ডিজনির পাশাপাশি সহ-প্রয়োজনায় ছিল লুকাস ফিল্ম। আর এই সিক্যুয়াল ট্রিলজির দ্বিতীয়টি আসছে স্টার ওয়ারস এপিসোড াররর দ্য লাস্ট জেডাই। মূল গল্প রায়ান জনসন পরিচালনাও তার। অভিনয়ে মার্ক হ্যামিল, ক্যারিফিসার, জন বয়েনা, এডাম ড্রাইভার, এন্থনি ড্যানিয়েলস, এন্ডি সাকিস আছে তাদের নিজ চরিত্রে। নতুন যোগ হয়েছেন বেলিসিও ডেল টরো, লরা ড্রন আর এখনও নিশ্চিত করা হয়নি এমন এক চরিত্রে কেলি মেরি ট্রান। সঙ্গীত পরিচালনায় যথারীতি জন উইলিয়ামস। ছবিটির মুক্তির জন্য নির্ধারিত দিন ১৫ ডিসেম্বর, ২০১৭। তো দর্শক দিন গুনতে শুরু করুন আসছে স্টার ওয়ারস এপিসোড াররর- দ্য লাস্ট জেডাই।
×