ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও সোহানা সাবা

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মার্চ ২০১৭

আবারও সোহানা সাবা

সোহানা সাবা এই সময়ের অভিনয়, মডেলিং ও নাচ এই তিন অঙ্গনে সরব তার উপস্থিতি। তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে। তারপর ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধমিক পাস করেন। ঢাকা মহিলা কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে তার স্নাতক শেষ করেন। সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন। সোহানা সাবা বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন। গত বছর অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবির মাধ্যমে ওপার বাংলার বড় পর্দায় যুক্ত হন সাবা। এবার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে য়াওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’। য়ার প্রধান নারী চরিত্রে পাওয়া য়াবে সোহানা সাবাকে। আর তার বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চক্রবর্তীর। ‘এপার ওপার’ ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র আর এটি নির্মিত হচ্ছে এএনএম গ্লোবাল ফিল্মসের ব্যানারে। ছবিটি প্রয়োজনার সঙ্গে জড়িত রয়েছে বাংলাদেশে ব্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তবে সোহানা সাবার টলিউড মিশন আরও দীর্ঘ হচ্ছে। টলিউডের আরও কয়েকটি ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জয়া আহসানের মতো সাবাও এবার টলিউডে নিয়মিত হচ্ছেন। ‘এপার ওপার’ হচ্ছে কলকাতায় সাবার দ্বিতীয় মিশন। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন সাবা। ছবিটি গেল বছর মুক্তি পায়। ‘ষড়রিপু’ সোহানা সাবা অভিনীত ষষ্ঠ চলচ্চিত্র। এর আগে ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’সহ পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র বিরতিতে খণ্ড নাটকে অভিনয় করেন তিনি।
×