ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরব হচ্ছেন ইমন

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মার্চ ২০১৭

সরব হচ্ছেন ইমন

চিত্রনায়ক ইমন মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু“ করলেও চলচ্চিত্রের নায়ক হিসেবে তিনি এখন বেশ পরিচিত ও দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয় এবং নাচ দিয়ে এরই মধ্যে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই অভিনেতা। নাটক ও চলচ্চিত্র দু’মাধ্যমেই সমানতালে অভিনয় করছেন ইমন। ইমনের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। একই বছর মুক্তি পায় তার অভিনীত ‘এক বুক ভালোবাসা’ ছবিটি। প্রায় তিন বছরের বিরতির পর ২০১০ সালে ‘গহিনে শব্দ’ ছবিতে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা পান এই অভিনেতা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘লালটিপ’ ছবিতেও তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়। ইতোমধ্যে আরও বেশকিছু ছবি মুক্তি পেলেও তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবিতে বিদ্যা সিনহা মিম ও সাফি উদ্দিন সাফির ‘পূর্ণ্য দৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। এরপর আবারও ডুব। বেশ কিছুদিন অভিমান করে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। তবে সে অভিমান ভেঙ্গে আবারও সরব হচ্ছেন ইমন। এ প্রসঙ্গে জানতে চাইলে আনন্দকণ্ঠকে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই ভালো গল্পের ছবি না পাওয়ায় কাজ করিনি। চুপচাপ বসে অপেক্ষা করেছি। এরপর পরিচালক মোহাম্মদ আসলামের সঙ্গে কথা হলো। নতুন এ ছবির নাম ‘সমাধান’। এম এ মতিনের লেখা ছবির গল্পটি আমার ভালো লেগেছে। রোমান্টিক ও কমেডি ধাঁচের এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবে অরিন।’ এর আগেও অরিনের সঙ্গে ছোট পর্দার নাটকে কাজ করেছেন ইমন। তবে এখন ছোট পর্দা নয়, বড় পর্দা নিয়েই ব্যস্ত থাকতে চান এই অভিনেতা। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘নতুন উদ্যমে কাজ করা শুরু করছি। দীর্ঘদিন ধরেই নতুন কোন ছবি মুক্তি পাচ্ছে না আমার। ২০১৫ সালের শেষের দিকে আমার অভিনীত ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি পায়। অনেক ছবির কাজ শেষ হলেও ব্যবসায়িক কারণে মুক্তি দেয়া হচ্ছে না। তবে খুব শিগগিরই ছবিগুলো মুক্তি পাবে। ভাল কিছু উপহার দেওয়ার অপেক্ষায় আছি।’ পরবাসিনী ছবির খবর কী? পরবাসিনী দারুণ একটি ছবি। বাংলাদেশের জন্য একেবারে ভিন্নধারার ছবি এটি। আগামী ৫ মে মুক্তি পাবে। এটি শুধু বাংলাদেশেই নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলেও মুক্তি দেয়া হবে। এ ছাড়াও ‘কিলার’ নামের আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ইদানীং ছোটপর্দার ব্যস্ততাই বেশি মনে হচ্ছে? নাটকে বেশি ব্যস্ত হচ্ছি এমনটি বলা যাবে না। আমি সিনেমার ফাঁকে ফাঁকে নাটকে অভিনয় করি। ভালো গল্প আর টাইমিং মিলে গেলেই অভিনয় করি। এ ছাড়া অনেকের অনুরোধেও মাঝে মাঝে নাটকে অভিনয় করা হয়। এর আগে নাটকে অভিনয় করলেও প্রথমবারের মতো একটি বহুজাতিক কোম্পানির নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন ইমন ও সারিকা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র। সিনেমার পাশাপাশি নাটকে অভিনয়ের জন্য ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ছে না? দর্শকরা জানেন আমি কোথা থেকে এসেছি। তাই তারা আমাকে দুই মাধ্যমেই দেখতে প্রস্তুত। এখানে মুখ্য হচ্ছে অভিনয় এবং গল্প। সিনেমার পাশাপাশি নাটকে অভিনয় করলেও আমার ওপর কোন নেতিবাচক প্রভাব পড়বে না। ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে? ভবিষ্যত চিন্তাভাবনা সব চলচ্চিত্র ঘিরেই। একজন ভাল অভিনেতা হতে চাই। দর্শকদের মনে আজীবন বেঁচে থাকতে চাই। উল্লেখ্য, ইমন ‘গার্মেন্টস কন্যা’ চলচ্চিত্রে অভিনয় করে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড চ্যানেল আই বেস্ট এ্যাওয়ার্ড’ লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, ইস্পাহানী আরিফ জাহানের ‘এক বুক ভালোবাসা’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘সবাইতো ভালোবাসা চায়’, খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে’, ‘জোনাকীর আলো’, শাহীন সুমনের ‘অংক’, চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ও ‘অন্তরঙ্গ’।
×