ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, উৎসব আমেজ

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ মার্চ ২০১৭

কুসিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, উৎসব আমেজ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ মার্চ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তিন এবং কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১১৪ ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪০ জনসহ মোট ১৫৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার নগরীর কান্দিরপাড়ের টাউনহল মিলনায়তনে সকাল ১০টা থেকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এদিকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে দেখা দিয়েছে উৎসবের আমেজ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু পেয়েছেন ধানের শীষ এবং জেএসডি মনোনীত প্রার্থী শিরিন আক্তার পেয়েছেন তারা প্রতীক। এছাড়া নগরীর ২৭ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদিকে প্রতীক বরাদ্দ নিতে সকাল থেকে টাউনহল মিলনায়তন এবং টাউনহল মাঠে ভিড় জমান প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রতীক বরাদ্দের পর বিকেলে নগরীর অলি-গলিতে মাইকিং শুরু হয়। প্রার্থীদের প্রচার ও গণসংযোগে একটু ভিন্ন আমেজ যোগ হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা দলের নেতাকর্মীদের নিয়ে নগরীর কান্দিরপাড়, রামঘাট, ঠাকুরপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিএনপির প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর কালিয়াজুরি, ছোটরা, ভাটপাড়া, বদরপুর, বিষ্ণুপুর এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এদিকে নির্বাচনে মহানগরীর ২৭ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন এলাকায় প্রার্থীদের পক্ষে মাইকিংয়ে চলছে ভোট চাওয়ার প্রচার। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় অবস্থান করছেন। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, অপু উকিলসহ কেন্দ্রীয় নেতাদের একটি দল নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে স্থানীয় নেতাদের সঙ্গে বসে ওয়ার্ডভিত্তিক নির্বাচনের বিভিন্ন কর্মপন্থা নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপরদিকে বিএনপি প্রার্থীর পক্ষে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল। বিকেলে তারা নগরীর ধর্মসাগরপাড়ায় প্রার্থীর মিডিয়া সেলে অবস্থান করে নির্বাচনে প্রচারের কৌশল ও ভোটার আকৃষ্ট করার কর্মপন্থা নির্ধারণে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল জানান, সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে গণসংযোগ ও প্রচার চালানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
×