ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিস্তা চুক্তি হবে, শুধু সময় প্রয়োজন ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ মার্চ ২০১৭

তিস্তা চুক্তি হবে, শুধু সময় প্রয়োজন ॥ ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৫ মার্চ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। নিয়ম-কানুন সম্পন্ন করে সময়মতো ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হয়ে যাবে। আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ভারত সফর করবে বলে উল্লেখ করে তিনি বলেন, তখন যদিও না হয়, তারপর যে কোন সময় হতে পারে। ভারত আর বাংলাদেশ তো দূরের দেশ নয়। যখন সকল কার্যক্রম চূড়ান্ত হয়ে যাবে তখন চুক্তিও সম্পন্ন হবে। তিস্তা চুক্তি হবেই, এখন শুধু সময়ের প্রয়োজন। তিস্তা চুক্তিকে কেন্দ্র করে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে আ’লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা তিস্তা চুক্তির বিষয়ে আজকে পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা নিজেরা তো কিছু করতে পারেনি, কাজেই নেত্রীকে (শেখ হাসিনা) পদে পদে বাধা দিচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়ন অর্জনে বিরোধী দল এখন দিশেহারা। তারা এখন হিংসার আগুনে জ্বলছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে জনগণের সমর্থন না পেয়ে তারা এখন ষড়যন্ত্রের পথে সরকার হঠানোর চক্রান্ত করছে। বুধবার বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে নবগঠিত দক্ষিণ অমরপুর কামরুন নাহার প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়টি নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর স্ত্রী কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার (শিউলি একরাম) এর নামে প্রতিষ্ঠিত। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে নির্বাচন। ঘরের মধ্যে ঘর করা বন্ধ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে, শৃঙ্খলা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
×