ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর মন্তব্য

সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য

প্রকাশিত: ০৫:৩৩, ১৬ মার্চ ২০১৭

সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল খাতের উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। উন্নয়নের জন্য তার সরকার সব শক্তি নিয়োগ করেছে। দেশের দ্রুত উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দা নব্রেদা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা তাঁর জীবনের অধিকাংশ সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জেলেই কাটিয়েছেন। জাতির পিতার স্বপ্ন অনুযায়ী বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে গড়ে তুলতে তার সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুত খাতের সফলতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এখন দেশে বিদ্যুত উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৭২৬ মেগাওয়াট। অথচ বিএনপি-জামায়াতের সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এক সময় বিদ্যুত উৎপাদনের পরিমাণ ৪ হাজার ৩শ’ মেগাওয়াট থেকে ৩ হাজার ২শ’ মেগাওয়াটে নেমে এসেছিল। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, তার সরকার নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছে। জনসংখ্যার ৫০ শতাংশ নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে একটি দেশ সামনে এগিয়ে যেতে পারে না। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তার সরকার। দেশের নারীরা এখন প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাসহ সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উচ্চপদে আসীন। তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পর্যায়ে নারীদের জন্য ৩০ শতাংশ আসন বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায় গতবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ১২ হাজার পদের জন্য ৪৫ হাজার নারী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখায় ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে নীল জামদানি পরিহিত রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নসাধন করেছে, বিশেষ করে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের চিত্র দেখে আমি সন্তুষ্ট। ব্রাজিলের রাষ্ট্রদূত এ সময় জামালপুরের ইসলামপুর উপজেলা সফরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সেখানে সফলভাবে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হওয়ায় তিনি খুবই আনন্দিত। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সিরামিক, ওষুধ শিল্প এবং তৈরি পোশাকের সম্ভাবনাময় বাজার ব্রাজিলে রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যেই ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলেও ব্রাজিলের রাষ্ট্রদূত উল্লেখ করেন। ওয়ানজা ক্যাম্পোস এ সময় দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্বারোপ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি এবং বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের আরও বহু ক্ষেত্র রয়েছে। ঢাকায় আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়ন (আইপিইউ) কনফারেন্সের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল সেই কনফারেন্সে একটি বড় প্রতিনিধি দল প্রেরণ করবে। ব্রাজিলের রাষ্ট্রদূত এ সময় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ ॥ শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফিং করেন। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ৫৯ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আইনী জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদ নির্বাচন স্থগিত ছিল। পরে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ৫৯ জন জেলা পরিষদ চেয়ারম্যানের শপথগ্রহণ গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পন্ন হয়। সাবরিনা নুসরাতের জন্য প্রধানমন্ত্রীর এক কোটি টাকা অনুদান ॥ বাংলাদেশ বিমানবাহিনীর একজন কর্মকর্তার স্ত্রীর চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিজের কার্যালয়ে তিনি স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডাঃ সাবরিনা নুসরাতের হাতে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ তথ্য জানান। গত ১৯ অক্টোবর বিকেলে ঢাকার হোটেল র‌্যাডিসনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন সাবরিনা নুসরাত। মুখম-ল ও মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়। এ পর্যন্ত তার চিকিৎসায় এক কোটি ৭৫ লাখ টাকা খরচ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান। দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন সাবরিনা নুসরাতকে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বুধবার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাহানারা বেগমের বাসভবনে গেলেন প্রধানমন্ত্রী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর ইস্কাটনে তার এডিসি স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল মামুনের মাতা মরহুমা জাহানারা বেগমের বাসভবনে যান। ব্রেন টিউমারে আক্রান্ত জাহানারা বেগম (৫৯) মঙ্গলবার বিকেলে মারা যান। প্রধানমন্ত্রী সেখানে কিছুসময় অবস্থান করেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না দেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় অন্যদের মধ্যে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।
×