ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেলুনের হাঙ্গর

প্রকাশিত: ০৫:০২, ১৬ মার্চ ২০১৭

বেলুনের হাঙ্গর

সিঙ্গাপুরের জনপ্রিয় মারিনা স্কয়ারের একটি বিপণিবিতানে বুধবার এই কৃত্রিম হাঙ্গরটি স্থাপন করা হয়। এটি মারিনা স্কয়ারে আগতদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। কারণ এই হাঙ্গরটি ফোলানো বেলুন দিয়ে তৈরি। এটি এই বিপণিবিতানে চারদিন রাখা হবে। -এএফপি খাবারের জন্য অপেক্ষা ইরাকের সিরীয় সীমান্তবর্তী হাসাকাহ প্রদেশে আল হোল শরণার্থী শিবিরে খাবারের জন্য অপেক্ষা করছে এই শিশু। এই শিশুর পরিবার মসুল থেকে এসে এই শিবিরে দীর্ঘদিন বাস করছে। ছবিটি সোমবার তোলা। -এএফপি
×