ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্লকোমা চোখের দৃষ্টির নীরব ঘাতক ॥ অধ্যাপক কামরুল

প্রকাশিত: ০৫:০১, ১৬ মার্চ ২০১৭

গ্লকোমা চোখের দৃষ্টির নীরব ঘাতক ॥ অধ্যাপক কামরুল

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, গ্লকোমা চোখের দৃষ্টির একটি নীরব ঘাতক। আক্রান্ত হওয়ার বিষয়টি মানুষ সহজে বুঝতে পারেন না। গ্লকোমা সম্পর্কে মানুষের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম, চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানসমূহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করা জরুরী। এটি সময়মত নির্ণয় করা না হলে অন্ধত্বে রূপ নেয়। ‘উপসর্গহীন গ্লকোমা প্রতিহত করুন’- এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব গ্লকোমা সপ্তাহের কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাফর খালেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্লকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আরিফ মিঞা এবং সেক্রেটারি জেনারেল ডাঃ জাকিয়া সুলতানা শহীদ। গবেষণার জন্য ৫২ শিক্ষক, চিকিৎসককে মঞ্জুরি প্রদান ॥ এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড থেকে গবেষণা অনুদানের জন্য মনোনীত সম্মানিত ৫২ জন শিক্ষক ও চিকিৎসককে মঞ্জুরিপত্র ও অনুদানের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। নার্সদের ওপর পরিচালিত গবেষণার প্রতিবেদন প্রকাশ ॥ একইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে দেশের (ঢাকার) শীর্ষ স্থানীয় ৫টি হাসপাতালের নার্সদের ওপর পরিচালিত গবেষণার ফল উপস্থাপন করা হয়। এদিন ‘নার্সেস রোলস ইন ইমপ্রুভিং কোয়ালিটি অফ কেয়ার অফ প্যাশেন্টস এডমিটেড ইন টারশিয়ারি হসপিটালস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
×