ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হঠাৎই আইসিসি ছাড়লেন মনোহর

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ মার্চ ২০১৭

হঠাৎই আইসিসি ছাড়লেন মনোহর

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দুই বছর না পেরোতেই সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। বুধবার আইসিসির নির্বাহী প্রধান ডেভিড রিচার্ডসনকে লেখা এক চিঠিতে আচমকাই এ সিদ্ধান্ত জানিয়েছেন সাবেক ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই বস্। অত্যন্ত দৃঢ়চেতা ও সৎ চরিত্রের মানুষ হিসেবে পরিচিত এই ভারতীয় তার চিঠিতে লেখেন, ‘আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আইসিসির নির্বাহী বোর্ড ও সদস্য বোর্ডগুলোর সম্পর্কিত সববিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। এ বিষয়ে পরিচালকদের (বোর্ড) সমর্থনও পেয়েছি। ব্যক্তিগত কারণে এই গুরুদায়িত্ব পালন আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’ তবে দায়িত্বের দুই বছর না ঘুরতে হুট করে সরে দাঁড়ানোর পেছনে হয়ত বড় কোন কারণ রয়েছে, তাৎক্ষণিক জানা না গেলেও সেটি সহজেই অনুমেয়। ২০১৫’র নবেম্বরে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বর্তমানে ৫৯ বছর বয়সী মনোহর। এ জন্য সে সময় বিসিসিআই’র সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। ২০১৪ সালে ক্রিকেটবিশ্বে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পথে ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে বিতর্কিত ‘তিন মোড়ল’ পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন মনোহর। আইসিসিতে পা দিয়েই এক সাক্ষাতকারে বলেছিলেন, ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে সবাইকে নিয়েই বাঁচতে হবে। শুরুতেই কুখ্যাত সেই ‘তিন মোড়ল’ পরিকল্পনা বাতিল করে দেন তিনি। এই ফেব্রুয়ারিতে নতুন একটি সংবিধানের নীতিমালা প্রস্তুত করেছিল আইসিসি। এপ্রিলের মিটিংয়ে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন মনোহর। বিশ্ব ক্রিকেটের উত্তাল সময়ে সর্বোচ্চ সংস্থাটিতে এখন নতুন চেয়ারম্যান কে হন, সেটিই দেখার অপেক্ষা। জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো বিসিসিআই’র সভাপতি নির্বাচিত হন মনোহর। পরে নবেম্বরে বিসিসিআই’র প্রতিনিধি হিসেবে আইসিসিতে যোগ দেন। এজন্য বিসিসিআইর দায়িত্ব ছাড়তে হয়। কারণ এক সংস্কারের মাধ্যমে আইসিসি তখন ঘোষণা দেয়, নতুন চেয়ারম্যানকে অবশ্যই স্বাধীন হতে হবে। তিন বছর পর কামরান আকমল স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় তিন বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরলেন কামরান আকমল। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত সংক্ষিপ্ত ফরমেটের (ওয়ানডে-টি২০) জন্য তাকে বিবেচনা করা হয়েছে। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লীগ টি২০তে দারুণ পরফর্মেন্সের সৌজন্যে কামরান আকমলের সঙ্গে ডাক পেয়েছেন আহমেদ শেহজাদও। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি২০ বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলা ৩৫ বছর বয়সী কামরান এবারের পিএসএলের সর্বোচ্চ ৩৫৩ রান সংগ্রাহক। ২০১৩ সালে ওয়ানডে ও ২০১০ সালে শেষ টেস্ট খেলেছেন তিনি। প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেন, ‘পারফর্মেন্স বিবেচনায় নিয়ে কিছু অভিজ্ঞ ছাড়াও আমরা নতুন মুখকে সুযোগ দিয়েছি।’ আর গত বছর ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তানের তৎকালীন কোচ ওয়াকার ইউনুস শেহজাদকে ‘উচ্ছৃঙ্খল’ হিসেবে রিপোর্ট দেয়ার পর এই ওপেনার বাদ পড়েন। কিন্তু তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে দুই ফরমেটেই ভাল করে ফিরে এলেন। উইন্ডিজ সফরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান চার টি২০ ও তিনটি ওয়ানডে খেলবে। ২৬ মার্চ প্রথম টি২০ দিয়ে শুরু মাঠের লড়াই। টি২০ দল ॥ সরফরাজ (অধিনায়ক), শেহজাদ, কামরান আকমল, বাবর আজম, মালিক, ফকর জামান, ইমাদ, শাদাব খান, নওয়াজ, হাসান আলী, তানভির, ওয়াহাব, রুম্মন , উসমান। ওয়ানডে দল ॥ সরফরাজ (অধিনায়ক), শেহজাদ, কামরান আকমল, হাফিজ, বাবর আজম, মালিক, ফকর জামান, আসিফ জাকির, ইমাদ, শাদাব খান, মোহাম্মদ আসগর, হাসান আলী, আমির, ওয়াহাব, ফাহিম আশরাফ, জুনাইদ খান। অস্ট্রিয়া গেল বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দল স্পোর্টস রিপোর্টার ॥ স্পেশাল অলিম্পিকস উইন্টার ওয়ার্ল্ড গেমস ২০১৭ অস্ট্রিয়ায় আগামী ১৭-২৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই আসরে বাংলাদেশের ৩৮ সদস্যের পুরুষ ও মহিলা ইউনিফায়েড ফ্লোর হকি দল অংশ নেবে। এই গেমসে বিশ্বের ১১৭ দেশের তিন হাজার এ্যাথলেট ৯টি ক্রৃীড়ায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ দলের দলনেতা হিসেবে হাফিজুর রহমান এবং সহকারী দলনেতা হিসেবে সেলিনা পারভীন মনোনীত হয়েছেন। ৩৮ সদস্যের দলে ২৮ এ্যাথলেট, ৮ কোচ এবং ২ কর্মকর্তা অন্তর্ভুক্ত হয়েছেন। বুধবার বিমানযোগে বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দল অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। উল্লেখ্য, ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উইন্টার ওয়ার্ল্ড গেমসে স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের পুরুষ ইউনিফায়েড ফ্লোর হকি দল চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছিল।
×