ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যাম্প শুরুর অপেক্ষায় জিমিরা

প্রকাশিত: ০৪:৫২, ১৬ মার্চ ২০১৭

ক্যাম্প শুরুর অপেক্ষায় জিমিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় সদ্যই শেষ হয়ে গেল ‘ওয়ার্ল্ড হকি লীগে’র দ্বিতীয় রাউন্ডের খেলা। স্বাগতিক হিসেবে বাংলাদেশের লক্ষ্য ছিল কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলা। কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি তাদের, হয়েছে পঞ্চম স্থানের অধিকারী। তবে জাতীয় হকি দলের খেলা-ব্যস্ততা-অনুশীলনের এখানেই শেষ নয়। আগামী সেপ্টেম্বরে তাদের আরেকবার খেলতে হবে, সেটাও নিজেদের টার্ফেই। সেটা ‘এশিয়া কাপ।’ অংশ নেবে আট দেশ। দশম অনুষ্ঠেয় এ আসরে ভাল ফল লাভ করতে হলে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ এবং যত দ্রুত সম্ভব ক্যাম্প শুরু করার অভিপ্রায় ব্যক্ত করেছেন দলীয় অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। ওয়ার্ল্ড হকি লীগে আট দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। যা সান্ত¡না পাওয়ার মতো মোটেও যথেষ্ট নয়। দলের জার্মান কোচ অলিভার কার্টজ বাংলাদেশের এই ভরাডুবির জন্য প্রস্তুতি ম্যাচের ঘাটতিকেই চিহ্নিত করেছিলেন। যদিও এশিয়া কাপ শুরু হতে এখনও প্রায় মাস ছয়েক বাকি। কিন্তু তাই বলে আলসেমি-অবহেলা করলে ওই আসরের ফল ওয়ার্ল্ড হকি লীগের চেয়েও খারাপ হতে কতক্ষণ? ফলে সে কারণেই আর কালবিলম্ব না করে এখনই ক্যাম্প শুরু করার অভিপ্রায় জানিয়েছেন জিমি, ‘যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্প শুরু করা প্রয়োজন। সঙ্গে দরকার পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ। কেননা আমরা যত ম্যাচ খেলব, ততই নিজেদের ভুল-ত্রুটিগুলো জানতে পারব এবং সেগুলো শুধরে নেয়ার সময়ও পাব।’ উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টু’র আগে সমশক্তির প্রতিপক্ষ ঘানার বিপক্ষে মাত্র তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। জেতে ১টি, হারে ১টি এবং ড্র করে ১টি ম্যাচে। যাকে বলে মিশ্র ফলাফল। ওয়ার্ল্ড হকি লীগে গ্রুপের খেলায় মালয়েশিয়ার কাছে ০-৩ গোলে হেরে শুরু করে লাল-সবুজরা। এরপর ফিজিকে হারায় ৫-১ গোলে। ওমানের সঙ্গে দু’দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-৩ গোলের আক্ষেপের হার। ফলে কোয়ার্টারে কঠিন প্রতিপক্ষ মিসরকে পায় বাংলাদেশ। সেখানে ১-৫ গোলের শোচনীয় হার। এরপর প্রাক স্থান নির্ধারণী ম্যাচ খেলার পালা। প্রথমে শ্রীলঙ্কাকে ৯-০ এবং সবশেষে ঘানাকে শূটআউটে ৪-৩ (৩-৩) গোলে হারিয়ে পঞ্চম স্থান অধিকার করে কিছুটা হলেও ইজ্জত রক্ষা করে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বল দিক ছিল পেনাল্টি কর্নার (পিসি) থেকে বেশি গোল করতে না পারা। এদিকে জাতীয় দলের সহকারী কোচ মাহবুব হারুনও একমত জিমির সঙ্গে, ‘যত দ্রুত সম্ভব প্রস্তুতি শুরু করা দরকার। ফেডারেশন যদি এর মধ্যে ক্যাম্প না শুরু করে তবে যে কোন একটা ঘরোয়া টুর্নামেন্ট অন্তত শুরু করা উচিত। কেননা মাঠের খেলোয়াড়রা যদি যে যার বাড়ি চলে যায়, তাহলে সবাই তাদের ফিটনেস হারিয়ে ফেলবে। ফলে এশিয়া কাপের আগে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে।’
×