ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রাশিয়ান ক্লাব রোস্টভের মুখোমুখি হচ্ছে মরিনহোর দল

শেষ আটের টিকেট পাবে তো ম্যানচেস্টার ইউনাইটেড?

প্রকাশিত: ০৪:৫১, ১৬ মার্চ ২০১৭

শেষ আটের টিকেট পাবে তো ম্যানচেস্টার ইউনাইটেড?

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই উল্টোরথে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ ছন্দে থাকা দলটি ইংলিশ এফএ কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচেও জয় পায়নি তারা। রোস্টভের মাঠে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করে রেড ডেভিলসরা। এ কারণে শঙ্কা আছে, শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে তো জোশে মরিনহোর দল। এমন দোলাচল সামনে রেখেই ইউরোপা লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় ম্যানইউ। আজ রাতে ঘরের মাঠ ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ডে অতিথি রাশিয়ান ক্লাব রোস্টভকে আতিথ্য দেবে রেড ডেভিলসরা। কিছুটা চাপে থাকলেও ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানইউ কোচ জোশে মরিনহো। ম্যাচটি সামনে রেখে পর্তুগীজ লৌহমানব বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আগে কি হয়েছে সেটা নিয়ে ভাবছি না। জয়ের জন্যই খেলবে ছেলেরা। ম্যানইউ ডিফেন্ডার ডিলে ব্লাইন্ড বলেন, প্রথম লেগে আমরা ড্র করেছি ১-১ গোলে। এখন পরের রাউন্ডে যেতে হলে আমাদের আটাকিং খেলার বিকল্প নেই। রাশিয়ান ক্লাবটিও কিছু একটা করার স্বপ্ন বুনছে। দলটির অধিনায়ক আলেক্সান্ডার কাটস্কান বলেন, আমরা ম্যানচেস্টারে এসেছি মিরাকল কিছু করার উদ্দেশে। সাধ্যমতো খেলতে পারলে সেটা সম্ভব। এর আগে গত ৯ মার্চ শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রোস্টভের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল অতিথি ম্যানইউ। এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে কিছুটা হলেও শঙ্কা আছে মরিনহোর দলের। অবশ্য আজ রাতে দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের মাঠে খেলবে রেড ডেভিলসরা। প্রথম লেগে রোস্টভের মাঠ স্টেডিয়ন অলিম্পোতে প্রথমে গোল করে অতিথি ম্যানইউ। ৩৫ মিনিটে গোলটি করে হেনরিক মাখিটারায়ন। এই গোলে অবদান রাখেন জøাতান ইব্রাহিমোভিচ। গোলের জন্য বলের যোগান তিনিই দেন। এরপর লিড দীর্ঘক্ষণ ধরে রাখে ম্যানইউ। তবে তাদের খেলায় আক্রমণাত্মক চিত্রটা ছিল না। সেই সুযোগ গোল আদায় করে নেয় রোস্টভ। বিরতির পর ৫৩ মিনিটে নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে গোল করে স্বাগতিকরা। গোল করেন আলেক্সান্ড্রার বুুখারভ। এতে ম্যাচে সমতা আসে। এরপর নিজেদের ঘর সামলে গোলের জন্য গুটি কয়েক আক্রমণ করে দু’দলই। কিন্তু সেটি ভেস্তে যায় স্ট্রাইকারদের ভুল ও ডিফেন্ডারের দক্ষতায়। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র অবস্থাতেই শেষ হয়। ফিরতি লেগ তাই দু’দলের জন্যই বাঁচা-মরার। ম্যাচটির আগে অবশ্য চাপে আছে ম্যানইউ। কেননা সোমবার রাতে এফএ কাপ থেকে তারা বিদায় নিয়েছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু চেলসির কাছে হেরে যায় ১-০ গোলে। ওই ম্যাচে ইউনাইটেডে ছিলেন না ইনজুরি আক্রান্ত ওয়েন রুনি ও বহিষ্কারাদেশে থাকা জøাতান ইব্রাহিমোভিচ। বিশেষ করে ইব্রা না থাকার কারণে বেশ ভুগতে হয় রেড ডেভিলসদের। যার মাশুল দিতে হয়েছে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে। তবে আজকের ম্যাচে রুনি, ইব্রাদের ফেরার সম্ভাবনা আছে।
×